ছয় মাসের মধ্যে হিন্দু বাঙালিদের সমস্যা সমাধান না হলে আন্দোলনের হুমকি ফেডারেশনের
বরাক তরঙ্গ, ১০ জুন : মুখ্যমন্ত্রী আগামী ছয় মাসের মধ্যে হিন্দু বাঙালিদের জ্বলন্ত সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। প্রতিশ্রুতি অনুযায়ী লোকসভা নির্বাচনে বাঙালিরা বিজেপিকে ভোট দিয়েছে। আগামী ছয় মাসের মধ্যে বাঙালি হিন্দুদের সমস্যা সমাধান না হলে আন্দোলনে যাবে অসম বাঙালি ছাত্র যুব ফেডারেশন। রবিবার দু’দিন ব্যাপী অষ্টম দ্বি-বার্ষিক অধিবেশন সম্পন্ন হয়। ফেডারেশনের সভাপতি দীপক দে দুই দিনের অধিবেশনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিরুদ্ধে কথা বলেন।
অসমে অনেক জাতিগোষ্ঠীর বসবাস রয়েছে। এই হিন্দু বাঙালিদের বিরুদ্ধে স্বদেশী হওয়া সত্ত্বেও সরকার ডি-ভোটার, বিদেশি এবং ডিটেনশন ক্যাম্পের নামে তাদের হয়রানির অভিযোগ তুলেন তিনি।
মুখ্যমন্ত্রী আগামী ছয় মাসের মধ্যে হিন্দু বাঙালিদের জ্বলন্ত সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়েছেন। প্রতিশ্রুতি অনুযায়ী লোকসভা নির্বাচনে বাঙালিরা বিজেপিকে ভোট দিয়েছে। অতএব, সমস্যাটির সমাধান না হলে ড. হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকার ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ব্রহ্মপুত্রে ডুবে যাবে। মুখ্যমন্ত্রী ছয় মাসের মধ্যে প্রতিশ্রুতি পূরণ না করলে বরাক-ব্রহ্মপুত্রে গণতান্ত্রিক আন্দোলনের হুমকি দেন তারা।
তিনি বলেন, বাঙালি ফেডারেশন কোন দল পছন্দ করবে বা অপছন্দ করবে তা বলার দরকার নেই। তিনি বলেন, প্রয়োজনে আমি রক্ত দিতে প্রস্তুত।