আরও পাঁচ বছর দিলে দেশের মধ্যে ত্রিপুরা এক নম্বর রাজ্য হবে : রাজনাথ

বরাক তরঙ্গ, ৮ ফেব্রুয়ারি : বিজেপি মনোনীত প্রার্থী স্বপ্না মজুমদারের সমর্থনে বুধবার রাজনগর বিধানসভা কেন্দ্রের রাজনগর উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত বিজয় সংকল্প সমাবেশে হাজির হলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সমাবেশে তিনি বলেন, ত্রিপুরাতে বিজেপি সরকার ক্ষমতায় আসার পাঁচ বছর হয়েছে আর এই মাত্র পাঁচ বছরের শাসনকালে বিকাশের কারনে বদলে গেছে ত্রিপুরা। কি ছিল ত্রিপুরা, ভাঙ্গা চূড়া গর্তে ভরা রাস্তাঘাট আর বর্তমানে কি হলো ত্রিপুরা। সবকিছুই বদলে গেছে। জনগণ যদি আরও পাঁচ বছর ক্ষমতা প্রদান করে তাহলে দেশের মধ্যে ত্রিপুরাকে এক নম্বর রাজ্য বানিয়ে দেবে বলে জানিয়ে দিলেন রাজনাথ সিং। এছাড়া প্রধান বক্তা কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং তাঁর বক্তব্যে কংগ্রেস দলকে সেতারের ছিড়া তারের সঙ্গে তুলনা করার পাশাপাশি সিপিআইএম-কে বাঁশির অনেক গুলো ছিদ্র এর সঙ্গে তুলনা করে বলে কটাক্ষ করেন। পাশাপাশ নরেন্দ্র মোদি নেতৃত্বধীন বর্তমান বিজেপি সরকারের অটল জলধারা মিশন, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, উজ্জ্বলা যোজনা, করোনাকালীন টিকা সহ বিভিন্ন  উন্নয়নমুলক প্রকল্প তথ্য তুলে ধরেন জনগণের মন জয় করার চেষ্টা করেন।

এদিকে দলীয় প্রার্থী স্বপ্না মজুমদার সমাবেশের বক্তব্যের শুরুতেই তাঁকে দলীয় প্রার্থী করার জন্য জনসম্মুখে ভারতীয় জনতা পার্টির সকল স্থরের কর্মকর্তারা সহ দলকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন,শ রাজনগর বিধানসভা কেন্দ্রকে লাল মুক্ত করতে হলে এবার আমাকে ভোট দিয়ে নয়,পদ্ম ফুলকে ভোট দিয়ে লাল মুক্ত করার আহ্বান করেন।

এদিনের উক্ত সমাবেশে অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন দলের মনোনীত রাজনগর মণ্ডল বিজেপির সভাপতি রঞ্জিত সরকার ও প্রাক্তন মন্ডল সভাপতি বিভীষন চন্দ্র দাস প্রমুখ।

Author

Spread the News