নির্বাচিত হলে ঠাকুরের নীতি ও আদর্শ মাথায় নিয়ে চলব : রাধেশ্যাম

তৃণমূল কংগ্রেসের কর্মিসভা কাটিগড়ায়_____

অনিতা পাল, কাটিগড়া।
বরাক তরঙ্গ, ১০ এপ্রিল : “আমি শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীক্ষিত এবং সৎসঙ্গের একজন সহ প্রতিঋত্বিক। আমরা কিন্তু আদর্শ নিয়েই চলি। আদর্শ কেন্দ্রিক লোক। আমি নির্বাচিত হলে আমাদের ঠাকুরের প্রদান করা যে সব নীতি ও আদর্শ আছে, সেগুলো মাথায় নিয়ে সবাইকে সঙ্গে করে চলব। উন্নয়নের ক্ষেত্রেও সবাইকে সমভাবে উন্নয়নে অংশীদার করবো।” কাটিগড়ায় তৃণমূল কংগ্রেসের এক কর্মিসভা শেষে সংবাদ প্রতিনিধির ক্যামেরায় এমনই জানান, ৮ নং শিলচর লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস। টিএমসি কাটিগড়া ব্লক সভাপতি বুরহান মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রাক্তন সাংসদ তথা বর্তমান লোকসভা নির্বাচনের টিএমসি প্রার্থী রাধেশ্যাম বিশ্বাস আরও বলেন, বরাক উপত্যকার জনগণ বিভিন্ন ভাবে বঞ্চিত হচ্ছেন। এই বঞ্চনার বিরুদ্ধে তিনি লোকসভায় আওয়াজ তুলবেন। আগামী দিনে বরাকের মুখ হয়ে লোকসভায় মুখর হওয়ার ইচ্ছা প্রকাশ করেন তিনি। আর এটাই তাঁর উদ্দ্যেশ্য।

এদিন ব্লক, মণ্ডল, জিপি ও বুথ কমিটির সভাপতিদের নিয়ে আয়োজিত কর্মিসভায় নির্বাচনের রণ নীতি তৈরি করা হয়। সাধারণ মানুষের সাথে সাক্ষাৎ করে দলের উদ্যেশ্য তুলে ধরার পরিকল্পনা নেওয়া হয়। বরাক উপত্যকাকে বিভিন্ন ভাবে কোণঠাসা করা হচ্ছে। যেগুলো প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, সেগুলো মিথ্যা প্রমাণিত হচ্ছে বলে মত ব্যাক্ত করেন রাধেশ্যাম বিশ্বাস। বন্যা সমস্যা, রাস্তা ঘাট সমস্যা, দু তিনটে বিদ্যালয়কে একত্রিকরণ করে শিক্ষকতার চাকরিও কমিয়ে দেয়া হয়েছে। এইসব নানা সমস্যা থেকে মুক্তি পেতে সংগ্রাম করতে হবে। লড়াই করতে হবে এবং সেটা ব্যালট পেপারের মাধ্যমেই করতে হবে। এসব বিষয় নিয়ে সাধারণ মানুষের পাশে যাওয়ার অঙ্গীকার করা হয় সভায়।

Author

Spread the News