ইছাবিল জিপির সভাপতি সবিতা, সহ-সভাপতি বদরুন মনোনীত, বিশাল র‍্যালি

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ২৭ জুন : পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের লোয়াইরপোয়া ব্লকের চা-বাগান অধ্যুষিত অঞ্চল ইছাবিল গ্রাম পঞ্চায়েত সভাপতি সবিতা কুর্মী এবং সহসভাপতি পদে মনোনীত হন বদরুন নেসা। শুক্রবার লোয়াইরপোয়া ব্লক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে নির্বাচিত হন ৪ নম্বর ওয়ার্ডের সদস্যা সবিতা কুরমি এবং সহসভাপতি পদে নির্বাচিত হন ১০ নম্বর ওয়ার্ডের সদস্যা বদরুন নেসা। এই নির্বাচন প্রক্রিয়ায় সভাপতিত্ব করেন লোয়াইরপোয়া খণ্ড উন্নয়ন আধিকারিক যুগান্তর কোঁওর। উপস্থিত ছিলেন ইছাবিল গ্রাম পঞ্চায়েতের সম্পাদক পরিতোষ দে, জিপিসি জাকির আহমদ এবং গ্রাম পঞ্চায়েতের অন্যান্য সদস্যবৃন্দ। সভা শেষে বিডিও যুগান্তর কোঁওর নবনির্বাচিত সভাপতি ও সহসভাপতিকে উত্তরীয় ও ফুলের মালা পরিয়ে আনুষ্ঠানিক সংবর্ধনা জানান।

নির্বাচনের পরপরই ব্লক কার্য়লয় থেকে বেরিয়ে এসে মণ্ডল বিজেপির কার্যালয়ের সামনে থেকে শুরু হয় এক বর্ণাঢ্য বিজয় মিছিল। মিছিলে অংশ নেন শতাধিক সমর্থক। সাজানো হয় একাধিক বাইক ও গাড়ি, যার শীর্ষে ছিল হেড খোলা বিলাসবহুল বাহন। নবনির্বাচিত সভাপতি ও সহসভাপতিকে এই বিশেষ বাহনে বসিয়ে, মিছিল ঘুরে বেড়ায় এলাকার গুরুত্বপূর্ণ স্থানগুলি।

ইছাবিল জিপির সভাপতি সবিতা, সহ-সভাপতি বদরুন মনোনীত, বিশাল র‍্যালি

সবিতা কুর্মী বলেন, “আমাকে এই দায়িত্বে মনোনীত করায় আমি ইছাবিল জিপির সব ওয়ার্ড সদস্য, এলাকার জনগণ এবং মন্ত্রটী কৃষ্ণেন্দু পালের প্রতি কৃতজ্ঞ।” সহসভাপতি বদরুন নেসা বলেন, “জনগণের আশীর্বাদ ও সমর্থন নিয়ে আমি এই পদে এসেছি। আমি চেষ্টা করব পঞ্চায়েত পরিচালনায় স্বচ্ছতা ও অংশগ্রহণমূলক দৃষ্টিভঙ্গি বজায় রাখতে।“ মিছিলে বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন রাজু কুর্মী, রাজধর গোড়, আব্দুস সবুর, লালু কর্মী, বিজেন্দ্র দাস, জালাল খান প্রমুখ।

ইছাবিল জিপির সভাপতি সবিতা, সহ-সভাপতি বদরুন মনোনীত, বিশাল র‍্যালি
Spread the News
error: Content is protected !!