ক্লেভারহাউস ফুটবলে ওয়াকওভার পেল খুলিছড়া
বরাক তরঙ্গ, ২৭ সেপ্টেম্বর : শুক্রবার ক্লেভারহাউস ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় খেলায় ওয়াকওভার পেয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিল খুলিছড়া এফসি। স্থানীয় পানিভরা (ক্লেভারহাউস) এলপি স্কুলের খেলার মাঠে এদিন বিপক্ষ বড়খলা এফসি মাঠে উপস্থিত না হওয়ার কারণে খুলিছড়া এফসি দল ওয়াকওভার পেয়ে দ্বিতীয় রাউন্ডে পৌঁছে যায়। জানা গেছে যান দুর্ঘটনার কবলে পড়ায় বড়খলা এফসি দল সময়মতো মাঠে উপস্থিত হতে পারেনি। শনিবার সোনাই এফসি দল ও শিবশক্তি ক্লাব পরষ্পরের মোকাবিলা করবে বলে জানিয়েছেন আয়োজক কমিটির সম্পাদক সুমন কুর্মী।