২৫ ডিসেম্বর : ১৭ বছর পর এই উত্তাল পরিস্থিতিতেই দেশে ফিরলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। সঙ্গী তাঁর স্ত্রী ড. জুবেইদা রহমান ও কন্যা জাইমা রহমান। বৃহস্পতিবারেই ঢাকায় পৌঁছবেন তাঁরা। দেশে ফিরেই সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দিলেন বিএনপি-র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই বক্তব্যে তিনি বললেন, আমরা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই। এমনকি মার্টিন লুথার কিংয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’।
বৃহস্পতিবার স্থানীয় সময় ১১টা ৪০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তারেক। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী জুবেইদা রহমান ও কন্যা জেইমা রহমান। দেশে ফিরেই ঢাকার পূর্বাচলের ৩০০ ফিট এলাকার একটি সংবর্ধনা অনুষ্ঠানে যান। মঞ্চে তাঁকে স্বাগত জানান বিএনপি-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির। সংবর্ধনা মঞ্চ থেকেই সমর্থকদের উদ্দেশ্যে ভাষণ দেন তারেক।
বক্তব্যের শুরুতেই ‘প্রিয় বাংলাদেশ’ বলে সম্বোধন করেন তিনি। এরপরেই তিনি ১৯৭১-এর যুদ্ধের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করে বলেন, “৭১-এ দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল ২০২৪ সালে তেমন সর্বস্তরের মানুষ, সবাই মিলে এ দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা তাদের গণতন্ত্রের অধিকার ফিরে পেতে চায়।”
তিনি আরও বলেন, “আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এ দেশে পাহাড়ের, সমতলের, মুসলমান, হিন্দু বৌদ্ধ, খ্রিস্টান সবাই আছে। আমরা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন নারী, পুরুষ, শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে, যেন নিরাপদে ফিরতে পারে।”
নিজের ভাষণে তারেক কিছুদিন আগে নিহত নেতা ওসমান হাদির কথাও বলেন। তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে তারেক বলেন, “ওসমান হাদি চেয়েছিলেন এদেশের মানুষ অর্থনৈতিক অধিকার ফিরে পাক। ৭১ এ যারা শহীদ হয়েছে, ২৪ এ যারা শহীদ হয়েছে তাদের রক্তের ঋণ শোধ করতে হলে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে হবে।” তিনি অঙ্গীকার করেন যে বিএনপি সেই স্বপ্ন পূরণে কাজ করবে।
মার্কিন নাগরিক অধিকার নেতা মার্টিন লুথার কিং জুনিয়রকে স্মরণ করে তাঁর ‘আই হ্যাভ অ্যা ড্রিম’-এর উক্তি উল্লেখ করে তারেক বলেন ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’। এরপর তিনি বলেন, ‘সবাই মিলে করব কাজ, গড়বো মোদের বাংলাদেশ’। সভায় উপস্থিত সকলকে মা খালেদা জিয়ার জন্য প্রার্থনা করা আবেদন জানিয়ে নিজের বক্তব্য শেষ করেন তিনি।


