ঝাড়ফুঁকের নামে মহিলার সঙ্গে অশালীন আচরণ, কাটিগড়ায় গ্রেফতার ভণ্ড পীর

বরাক তরঙ্গ, ৯ সেপ্টেম্বর : কাটিগড়ায় গ্রেফতার হল এক ভণ্ড পীর। ঝাড়ফুঁকের নামে এক মহিলার সঙ্গে অশ্লীল আচরন করা এক ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ায় শুক্রবার ইউসুফ আলি তালুকদার নামের ওই ভণ্ড ‘পীরবাবা’ কে গ্রেফতার করে কাটিগড়া পুলিশ। শনিবার প্রতিবেদন তৈরি করার সময় পর্যন্ত পুলিশ হেফাজতেই রয়েছে সে। গত কদিন থেকেই সামাজিক মাধ্যমে একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। এতে দেখা যায় ঝাড়ফুঁকের নামে এক মহিলাকে বিবস্ত্র করে তার গোপনাঙ্গে হাত দিয়েছে ওই ভণ্ড পীর। সামাজিক মাধ্যমে ভিডিও-টি ভাইরাল হতেই সক্রিয় হয় কাছাড় পুলিশ। কাছাড়ের পুলিশ সুপার নুমাল মাহাতোর নির্দেশে শুক্রবার দুপুরে কাটিগড়ার পুলিশ এক অভিযান চালিয়ে পূর্ব কাটিগড়ার তারিণীপুর গ্রাম থেকে ঐ ভণ্ড পীরকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়।

জানা গেছে, তন্ত্রমন্ত্রের মাধ্যমে বিভিন্ন রোগ নিরাময়ের নামে দীর্ঘ দিন থেকে গ্রামে গ্রামে দাপিয়ে বেড়াত তারিণীপুর গ্রামের বটু নামক ঐ ভণ্ড পীর। দিন কয়েক আগে কোনও এক বাড়িতে গিয়ে ঝাড়ফুঁকের নামে কৌশলে এক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ আরম্ভ করে ওই ভণ্ড পীর। বিষয়টি প্রত্যক্ষ করে গোপনে তা মোবাইল ক্যামেরায় বন্দি করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন এক যুবক।

ঝাড়ফুঁকের নামে মহিলার সঙ্গে অশালীন আচরণ, কাটিগড়ায় গ্রেফতার ভণ্ড পীর

সামাজিক মাধ্যমে ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হতেই, ভণ্ড পীর ইউসুফ আলি তালুকদারকে অভিযুক্ত করে বড়খলা থানায় একটি মামলা দায়ের করা হয়। সক্রিয় হয় পুলিশ প্রশাসন। শুক্রবার দুপুরে পূর্ব কাটিগড়ার তারিণীপুর গ্রাম থেকে ইসুফ আলি তালুকদারকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় কাটিগড়া পুলিশ। সর্বদা গায়ে কালো বর্ণের পোশাক গলায় নোঙরের মালা, হাতে শিখা, মাথায় পাগড়ি পড়ে ঘুরে স্বদম্ভে ঘুরে বেড়ানো ওই পীর।
প্রতিবেদক : অনিতা পাল, শিলচর।

Author

Spread the News