ঘূর্ণিঝড়ে তছনছ লিবিয়া, কয়েক হাজারের মৃত্যু

১২ সেপ্টেম্বর : ঘূর্ণিঝড় ড্যানিয়েলের তাণ্ডবে তছনছ উত্তর আফ্রিকার দেশ লিবিয়া। সেদেশের পূর্বাঞ্চলে ঘূর্ণিঝড়ে কয়েক হাজার মানুষ নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। ড্যানিয়েলের তাণ্ডবে দেশটির উপকূলীয় শহরগুলোর শতশত বাড়ি উড়ে গেছে।

এছাড়া দুটি পুরোনো বাঁধ ভেঙে গিয়ে দারনা শহরে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। আর এই বন্যায় দারনা শহর পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে বলে মঙ্গলবার এক প্রতিবেদনে জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা। পূর্ব লিবিয়ার স্বঘোষিত সরকারের প্রধানমন্ত্রী ওসামা হামাদ জানিয়েছেন, তাদের আশঙ্কা বন্যা ও ঝড়ে অন্তত ২ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন। এছাড়া এখনো নিখোঁজ আছেন হাজার হাজার মানুষ। তবে তিনি পরিষ্কারভাবে জানাননি ২ হাজার মানুষ নিহত ওয়ার বিষয়টি কীভাবে নিশ্চিত করেছেন তারা।

Author

Spread the News