বিজেপিতে প্রাক্তন এপি সদস্য জাহির হোসেন চৌধুরী সহ শতাধিক কংগ্রেসি সোনাইয়ে
নিপ্পু লস্কর, সোনাই।
বরাক তরঙ্গ, ১৪ এপ্রিল : সোনাইয়ে শতাধিক কংগ্রেস কর্মী বিজেপিতে যোগ দিলেন। মন্ত্রী পরিমলের হাত ধরে বিজেপিতে ভিড়েছেন তাঁরা। এরমধ্যে রয়েছেন সাতকরাকান্দি জিপির প্রাক্তন এপি সদস্য জাহির হোসেন চৌধুরী সহ অনেক সক্রিয় কংগ্রেস কর্মী।
যোগদান সভায় বিজেপি প্রার্থী পরিমল বলেন, “বিজেপির সব কা সাথ, সব কা বিশ্বাস” নীতিতে আকৃষ্ট হয়ে সারা দেশে সংখ্যালগু মুসলিমরা বিজেপিতে আসছেন। তিনি নরেন্দ্র মোদি সরকারের উন্নয়নমুলক কাজের খতিয়ান তুলে ধরে দেশের সার্বিক কল্যান উন্নয়নে ফের মোদিজীকে সহায়তা করতে বিজেপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। সভায় জেলা সভাপতি বিমলেন্দু রায় সন্তোষ ব্যক্ত করে বলেন পরিমল শুক্লবৈদ্য ৬ বারের ধলাইর বিধায়ক। তা ছাড়া ৮ বছরের কেবিনেট মন্ত্রী হিসাবে যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে। সাংসদ নির্বাচিত হলে মন্ত্রী হবেন। মন্ত্রী হলে সোনাই সহ জেলার উন্নয়নের পথ আর ও সুগম হবে।
সোনাই পুরসভার সহসভাপতি শেখ সাহারুল আলম পরিমলকে একজন সৎ আদর্শবান রাজনীতিবিদ আখ্যা দিয়ে বলেন, পরিস্থিতি বলছে নির্বাচনের আগে তিনি জয়ী হয়ে গেছেন। এখন শুধু সময়ের অপেক্ষা মাত্র। তিনি মুসলিম ভাইবোনদের প্রতি আহবান জানিয়ে বলেন, আপনারা বিগত, ১৯ ও ২১ সালের মত ভুল করবেন না। বিজেপি প্রার্থীর পেছনে দাঁড়ান শেষে লাভবান হবেন। এবার তিন লক্ষ ভোটের ব্যবধানে জয়ী হবেন পরিমলবাবু। সোনাই থেকে ৬০-৭০ হাজার ভোট দিয়ে তাকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়েছেন।
এছাড়া সভায় বক্তব্য রাখেন মণ্ডল সভাপতি ভজন সেন, সোনাইর ইনচার্জ নীহাররঞ্জন দাস, জেলা অগপ সভাপতি কবির হোসেন লস্কর। উপস্থিত ছিলেন পুরসভার ওয়ার্ড সদস্য রামকৃষ্ণ নাথ, বিভাশিস রায়, আজাদ হোসেন লস্কর সহ অনেকে।