কানিশাইল-শরীফনগর জিপিতে খেল মহারণে ব্যাপক সাড়া

বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : উঠতি খেলোয়াড় তথা যুবক যুবতীদের খেলাধুলার প্রতি আকৃষ্ট করার পাশাপাশি খেলোয়াড়দের প্রতিভার বিকাশ ঘটানোর লক্ষ্যে রাজ্য সরকার অসম রাজ্যজুড়ে চলছে খেল মহারণ অনুষ্ঠান। এতে রাজ্যের বিভিন্ন স্থানে ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে খেল মহারণ অনুষ্ঠানটি। এ থেকে মোটেও পিছিয়ে নেই সীমান্ত জেলা করিমগঞ্জ। এদিকে এই খেল মহারন এর অঙ্গ হিসাবে বৃহস্পতিবার কানিশাইল-শরীফনগর জিপির শরীফনগর বাজার সংলগ্ন মাঠে সকাল আটটা থেকে খেল মহারণ আরম্ভ হয়, চলে বিকাল ৪  টা পর্যন্ত। এতে অংশগ্রহণ করেন জিপির বেশিরভাগ সরকারি-বেসরকারি স্কুলের পড়ুয়া খেল মহারণ রেজিস্টিকৃত ছাত্রছাত্রীরা সহ বিভিন্ন ক্লাবের খেলোয়াড়রা।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত থাকা বিশিষ্ট ব্যক্তিগণ সহ কুড়ি জন অফিসিয়াল অতিথি তথা বিচারকে উত্তরীয় পরিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন জিপির খেল মহারণ কমিটির কর্মকর্তারা। এই খেল মহারণে অংশগ্রহণকারী প্রতিজন খেলোয়াড়দের নিয়ে দৌড় প্রতিযোগিতা সহ ভলিবল, ফুটবল, কবাডি, খো-খো খেলা করানো হয়। পরে  বিচরকরা এখান থেকে ভালো প্রতিভাবান খেলোয়ারদেরকে বেঁচে বেঁচে জিপিভিত্তিক দল গঠন করেন।

এদিকে, এক দিবসীয় খেল মহারণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিপির খেল মহারণ কমিটির চেয়ারম্যান চিরঞ্জিত রায় (প্রিতম) ও সম্পাদক সুরজিৎ দাস, চিকিৎক পারমিতা সরকার, জিপি সভানেত্রী গৌরী রায়, প্রাক্তন জিপি সভাপতি হোসেন আহমেদ চৌধুরী, শরিফনগর এলপি  স্কুলের প্রাক্তন সভাপতি সালেহ আহমেদ চৌধুরী, সিসি ক্লাব সভাপতি খয়রুল আলম চৌধুরী,সরকার কর্তৃক খেল মহারণের বিচারক তাজ উদ্দিন, সপ্তর্ষি চক্রবর্তী, অরূপ নন্দী, বুরহান উদ্দিন, বিপ্লব দাস সমাজসেবি মইন উদ্দিন, আখতারুজ্জামান চৌধুরী, মোস্তাক হাসান চৌধুরী, শিক্ষিকা শিল্পী দত্ত সহ পুলিশ প্রশাসনের কর্মীরাও উপস্থিত ছিলেন।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News