উত্তরাখণ্ড থেকে উদ্ধার বিপুল পরিমাণ বিস্ফোরক

২৩ নভেম্বর : দিল্লিতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার উত্তরাখণ্ড থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ বিস্ফোরক। জানা গিয়েছে, উত্তরাখণ্ডের আলমোরায় একটি সরকারি স্কুলের কাছে ঝোপে ১৬১টি জিলেটিন স্টিক পাওয়া গিয়েছে। তবে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে। ফের কোনও নাশকতার পরিকল্পনা করা হচ্ছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার সন্ধ্যায় আলমোরার সাল্ট এলাকার একটি সরকারি স্কুলের প্রিন্সিপাল বিষয়টি পুলিশকে জানাতেই তা প্রকাশ্যে আসে। তিনি জানান, স্কুলের পড়ুয়ারা খেলার সময় পাশের একটি ঝোপে সন্দেহজনক কিছু লক্ষ্য করেছে। এরপরই পুলিশের একটি দল তড়িঘড়ি করে ঘটনাস্থলে পৌঁছে এলাকাটি ঘিরে ফেলে। ঘটনাস্থলে আসে বম্ব এবং ডগ স্কোয়াডও। এরপরই বিস্ফোরক উদ্ধার করা হয় সেখান থেকে। উদ্ধার হওয়া জিলেটিন স্টিকগুলির মোট ওজন প্রায় ২০ কেজি বলে জানা গিয়েছে।

আলমোরা জেলার এসএসপি দেবেন্দ্র পিঞ্চা বিস্ফোরক উদ্ধারের খবরটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘ডাবরা গ্রামে একটি সরকারি স্কুলের কাছে ঝোপ থেকে প্রায় ১৬১টি জেলটিন স্টিক পাওয়া গেছে। পুরো এলাকায় তল্লাশি চালানো হয়েছে।’ তিনি আরও জানিয়েছেন, মূলত পাথর খাদান বা রাস্তা নির্মাণের সময় পাথর ভাঙার জন্য এই জেলটিন রড ব্যবহার করা হয়। ইতিমধ্যেই সংশ্লিষ্ট ধারায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। সেই সঙ্গে চারটি দল গঠন করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে বলে জানান তিনি। তবে স্কুলের কাছে কে বা কারা কী উদ্দেশ্যে বিস্ফোরক পদার্থগুলি রেখেছিল, সেটাই খুঁজে বের করার চেষ্টা করছেন তদন্তকারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *