রামমন্দির : করিমগঞ্জে জীবন্ত রাম-সীতা-লক্ষণ-হনুমান নিয়ে বিশাল শোভাযাত্রা

বরাক তরঙ্গ, ১২ জানুয়ারি : আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরে শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা হবে। এ উপলক্ষ্যে সারা দেশে এক আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে। সীমান্ত শহর করিমগঞ্জে এই মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে বিভিন্ন কার্যসূচি হাতে নেওয়া হয়েছে। এমর্মে শুক্রবার দুপুরে করিমগঞ্জ শহরের ২২ নম্বর ওয়ার্ডে এক বিশাল শোভাযাত্রা আয়োজন করা হয়। এলাকার পুরুষ মহিলারা মিলে এই বিশাল শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন। র‍্যালির শুরুতে রাম লক্ষণ সীতা ও হনুমান সেজে কচিকাঁচারা অংশ গ্রহণ করে। পুর কমিশনার যীশুকৃষ্ণ রায়ের উদ্যোগে আয়োজিত এই র‍্যালিতে রাজ্য পরিবহন নিগমের অধ্যক্ষ মিশনরঞ্জন দাস, রাজশেখর দত্ত, প্রবিত্র রায়, অরূপ রায় প্রমুখ উপস্থিত ছিলেন।

মিশনবাবু তাঁর বক্তব্যে বলেন, ভারতবাসীর জন্য ঐতিহাসিক দিন ২২ জানুয়ারি। বহু মানুষের আত্ম বলিদান আজ সার্থক হয়েছে। রাম জন্মভূমিতে রাম মন্দির প্রতিষ্ঠা হচ্ছে। এর থেকে বড় সৌভাগ্যের বিষয় আর কিছু নেই ভারতবাসীর জন্য। এই মন্দির প্রতিষ্ঠা উপলক্ষ্যে দেশের সব স্থানে নিমন্ত্রণ পৌঁছানো হচ্ছে। যারা নিমন্ত্রণ পেয়েও এই শুভ মুহূর্তে উপস্থিত থাকবে না তাদের মত অভাগা আর কেউ নেই।

রামমন্দির : করিমগঞ্জে জীবন্ত রাম-সীতা-লক্ষণ-হনুমান নিয়ে বিশাল শোভাযাত্রা

এদিন অযোধ্যা থেকে আসা নিমন্ত্রন পত্র, রাম মন্দিরের ছবি এবং একটি প্রদীপ বিতরণ করা হয়। ২২ জানুয়ারি প্রত্যেক ঘরে এই প্রদীপ জ্বালানোর আহ্বান জানিয়েছেন পুর কমিশনার যীশুকৃষ্ণ রায়। এদিকে, আজকের এই শোভাযাত্রায় জীবন্ত রাম, সীতা, লক্ষণ, হনুমান। রামের ভূমিকায় পঞ্চতপা ভট্টাচার্য, সীতার ভূমিকায় মৌসুমী চক্রবর্তী, লক্ষণের ভূমিকায় বহ্নিশিখা পাল ও হনুমানের ভূমিকায় পিউ দেব।
প্রতিবেদক : মোহাম্মদ জনি, করিমগঞ্জ।

Author

Spread the News