হাসপাতালে বোমা হামলা, টরন্টোয় ফিলিস্তিনিদের রাস্তায় নেমে বিক্ষোভ

১৯ অক্টোবর : ইজরায়েলি বোমা হামলায় গাজার একটি হাসপাতালে পাঁচ শতাধিক ফিলিস্তিনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে টরন্টোর ডাউনটাউনে শত শত ফিলিস্তিনি রাস্তায় নেমে বিক্ষোভে করেছে। এসময় টরন্টোর রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেয়। তবে জানা গেছে কোনও অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

এদিকে, ক্ষমতাসীন লিবারেল পার্টির তিনজন এমপি দাবি করেছেন, গাজায় হামলা বন্ধের দাবি করায় তাদের হুমকি দেওয়া হয়েছে। তারা নিজের এবং পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। কানাডার ইউনিভার্সিটি অব টরন্টোতে ইজরায়েল ও ফিলিস্তিনি স্টুডেন্টদের পাল্টাপাল্টি সমাবেশ হয়েছে। উভয় পক্ষই সহিংসতা ও যুদ্ধ বন্ধের দাবি জানিয়েছে। বহু সংস্কৃতির দেশ কানাডায় ইজরায়েল ও ফিলিস্তিনিদের অনেকেই কানাডিয়ান।

কানাডার বর্তমান পরিস্থিতি এবং যুদ্ধের বিশ্বব্যাপী প্রতিক্রিয়ায় কানাডার নতুন দেশ পত্রিকার প্রধান সম্পাদক ও সাংবাদিক শওগাত আলী সাগর গণমাধ্যমকে বলেন, আমাদের অতিরিক্ত সতর্ক থাকতে হবে।

Author

Spread the News