গোলাঘাটে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনা, রাজ্যজুড়ে বনভোজনে এসওপি

বরাক তরঙ্গ, ৪ জানুয়ারি : গোলাঘাটে ভয়ঙ্কর সড়ক দুর্ঘটনার পর পুলিশ বনভোজনের জন্য একটি এসওপি জারি করেছে। নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসাবে জারি করা এসওপি, অসম পুলিশ কঠোর করেছে।

নতুন এসওপি অনুসারে, পিকনিকের যানবাহনগুলিকে আসনের চেয়ে বেশি লোক বহন করার অনুমতি দেওয়া হবে না। পিকনিক এলাকার কাছাকাছি কোনো মদ বিক্রি করা হবে না।

বনভোজনস্থলে মদ বিক্রিতেও নিষেধাজ্ঞা থাকছে।

বনভোজনকারীদের গাড়ির চালক মদ খেতে পারবেন না।

সূর্যোদয়ের আগে এবং সূর্যাস্তের পরে বনভোজনের উদ্দেশে কেউ যাত্রা করতে পারবেন না।

কুয়াশার পরিবেশেও যাত্রায় নিষেধাজ্ঞা থাকছে।

বনভোজনে যাওয়ার সময় গাড়িতে উচ্চ-প্রাবল্যের গান-বাজনাও চলবে না।

বনভোজনস্থলগুলোতে পর্যাপ্ত পার্কিং, লাইটের ব্যবস্থা থাকতে হবে।

বনভোজনকারীরা যেখানে যাবেন, সেই জায়গার ব্যাপারে পুরো তথ্য স্থানীয় পুলিশ থানায় জানাতে হবে।

বনভোজনস্থলগুলোতে কোনও ধরনের বেআইনি কাজকর্ম হচ্ছে কি-না, তার উপর নজর রাখবে স্থানীয় পুলিশের দল।

Author

Spread the News