পাথারকান্দিতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ডাম্পারের চাকায় পিষ্ট কিশোর

মোহাম্মদ জনি, পাথারকান্দি।
বরাক তরঙ্গ, ১৫ জানুয়ারি : পাথারকান্দি এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো এক কিশোর। বুধবার রাত ১১টা নাগাদ পাথারকান্দি এলাকার ঘিলাইটিকর পাহাড়ি রাস্তায় এক ভয়বাহ দুর্ঘটনায় মৃত্যু ঘটল জামরূল হক নামে কিশোরের।

স্থানীয় সূত্রে জানা গেছে, বনবিভাগের নোটিশ পাওয়ার পর মধুুরবন্দ গ্রামের একটি পরিবার তাদের বসতঘর ভেঙে আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী নিয়ে রাতাবাড়ির উদ্দেশ্যে রওনা হয়। পরিবারের সদস্যরা AS 10 C 3142 নম্বরের একটি বোলেরো পিকআপ গাড়ি করে যাত্রা করছিলেন। পাহাড়ি পথ বেয়ে উপরের দিকে ওঠার সময় হঠাৎ সামনে একটি গাড়ি দাঁড়িয়ে পড়ে। ঠিক সেই সময় উল্টো দিক থেকে পাথারকান্দি অভিমুখে দ্রুতগতিতে একটি ডাম্পার গাড়ি চলে আসতে দেখা যায়। পরিস্থিতি সামাল দিতে বোলেরো চালক দ্রুত ব্রেক কষার চেষ্টা করেন। কিন্তু দুর্ভাগ্যবশত ব্রেক সম্পূর্ণভাবে কাজ করা বন্ধ করে দেয়। এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে বোলেরো ভ্যানটি পাহাড়ের ঢালু রাস্তা বেয়ে পেছনের দিকে গড়িয়ে নামতে শুরু করে এবং পাহাড়ের নিচে একটি সুপারি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে আটকে যায়। গাড়িটি অনিয়ন্ত্রিত হয়ে পড়ায় ভেতরে থাকা যাত্রীরা ভয়াবহ বিপদের আশঙ্কায় প্রাণ বাঁচাতে গাড়ি থেকে নিচে লাফিয়ে পড়তে শুরু করেন। জামরূল হকও গাড়ি থেকে লাফ দেওয়ার সময় উল্টো দিক থেকে আসা ডাম্পারের নিচে পড়ে যায়। ডাম্পারটি তার শরীরের ওপর দিয়ে চলে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত জামরূল হক পাথারকান্দির আছিমিয়া উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। তার অকাল মৃত্যুতে পরিবারটি সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে।

এই দুর্ঘটনায় বোলেরো গাড়ির চালকসহ একই পরিবারের আরও পাঁচজন গুরুতরভাবে আহত হন। স্থানীয়দের তৎপরতায় আহতদের দ্রুত উদ্ধার করে পাথারকান্দি সামূহিক হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক এবং তারা চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আহতদের সবাই মধুুরবন্দ গ্রামের বাসিন্দা এবং চালক ছাড়া বাকি সকলেই একই পরিবারের সদস্য।

খবর পেয়ে রাতেই পাথারকান্দি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ নিহত ছাত্রের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে একটি তদন্ত শুরু করেছে। দুর্ঘটনাকবলিত যানবাহন দু’টি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ভয়াবহ দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *