নিলামবাজারে ভয়াবহ দুর্ঘটনা! শিশু সহ ছয়জনের মৃত্যু
মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ২৩ জুলাই : করিমগঞ্জের নিলামবাজার এলাকার বেড়াজালে এক ভয়ঙ্কর দুর্ঘটনা সংঘটিত হয়। দুর্ঘটনায় শিশু সহ ছয়জন প্রাণ হারিয়েছেন। অসম-ত্রিপুরা ৮ নম্বর জাতীয় সড়কে অটো-হোন্ডাই ভেনুর মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় ছয় জনের। মঙ্গলবার দিনে এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে।
দু’টি বাহনের ছয়জন লোককে সঙ্কটজনক অবস্থায় করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করলে পৌঁছেন জেলাশাসক মৃৃদুলকুমার যাদব। জেলাশাসক জনতাকে বুঝিয়ে অবরোধ মুক্ত করতে সক্ষম হন।
নিহতরা হলেন জাহেদা বেগম (২৫), বেদানা বেগম (৫০), রুহুল আলম (৩০), গুলজার হুসেন (৩০), সাজিদুল হুসেন (১৮ মাস) ও হাসিনা বেগম (৫০)। রুহুল আলম অটো চালক। হত ব্যবসায়ী গুলজার হুসাইন সহ পুরো পরিবার ও শাশুড়ি। গুলজারের বাড়ি চানখিরার দক্ষিণ কচুবাড়ি। শাশুড়ি হাসিনা বেগমের বাড়ি পাথারকান্দির আসলকান্দির টুকরগ্রামে।
দুর্ঘটনায় গুরুতর আহত আরেক ব্যক্তি জাকির হুসেনকে অন্যত্র স্থানান্তর করা হয়েছে।
দু’টি গাড়ির সংঘর্ষ এতই ভয়ানক ছিল যে অটোটি সম্পূর্ণভাবে দুমড়ে মুচড়ে গিয়ে একটি খালে পড়ে। একইভাবে ভেনু গাড়িও খালে পড়েছে। স্থানীয়রা জানান ঘটনাস্থলে চার জনের মৃত্যু ঘটে। দুই জন হাসপাতালে প্রাণ হারান।