ভয়ঙ্কর দুর্ঘটনা! ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ বাস-ট্রাকের, হত ১৫

৭ সেপ্টেম্বর : উত্তরপ্রদেশের হাথরসে ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটল। শুক্রবার যাত্রীবোঝাই বাস এবং মিনি ট্রাকের সংঘর্ষে প্রাণ হারালেন অন্তত ১৫ জন। আহত আরও অনেকে। তাঁদের মধ্য কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়।

ঘটনাটি ঘটেছে হাথরসের ৯৩ নম্বর জাতীয় সড়কে। হাথরস থেকে আগরার দিকে যাত্রী নিয়ে যাচ্ছিল বাসটি। ওই পথেই যাচ্ছিল একটি মিনি ট্রাক। সংঘর্ষের ফলে উল্টে যায় ট্রাক, বাস— দুটোই। ঘটনা নজরে আসতেই ছুটে আসেন স্থানীয়রা। তাঁরাই প্রথমে উদ্ধারকাজে হাত লাগান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। বাসের জানলা ভেঙে যাত্রীদের বাইরে বার করে আনে তারা। আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করানো হয়।

হাসপাতালে আহতদের দেখতে যান জেলাশাসক। পুলিশ সুপার নিপুণ আগরওয়াল জানান, বাসটি ওই মিনি ট্রাককে ওভারটেক করার চেষ্টা করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তার ফলেই দুর্ঘটনা ঘটেছে। আগরা-আলিগড় হাইওয়েতে। আহতদের চিকিৎসা চলছে। চার জনের অবস্থা খুবই আশঙ্কাজনক। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই দুর্ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন। ত্রাণও উদ্ধারের কাজ ত্বরান্বিত করার নির্দেশও দিয়েছেন তিনি।

ভয়ঙ্কর দুর্ঘটনা! ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ বাস-ট্রাকের, হত ১৫
ভয়ঙ্কর দুর্ঘটনা! ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ বাস-ট্রাকের, হত ১৫

Author

Spread the News