উত্তর কৃষ্ণপুরে ৩০৬ নম্বর জাতীয় সড়ক তিন ঘণ্টা অবরোধ যুব কংগ্রেসের

আশু চৌধুরী, শিলচর।
বরাক তরঙ্গ, ৭ সেপ্টেম্বর : ৩০৬ নম্বর চিলচর-আইজল জাতীয় সড়কের উত্তর কৃষ্ণপুরে বেহাল অংশে যাতায়াত করতে গিয়ে অতিষ্ঠ হয়ে উঠছেন দক্ষিণ কাছাড়ের জনগণ সহ স্থানীয়রা। এতে ফের ক্ষোভ পুঞ্জিভূত হয়। শনিবার ক্ষোভের ফের বিস্ফোরণ ঘটে। এ দিন যুব কংগ্রেসের ব্যানারে স্থানীয়রা সড়ক অবরোধ গড়ে তুলেন। সকাল দশটা থেকে সড়কের উপর তাবু টাঙিয়ে বসে পড়েন স্কুল পড়ুয়া সহ সাধারণ মানুষ।

অবরোধের খবর পেয়ে পৌঁছেন দলবল নিয়ে রাঙ্গিরখাড়ি ফাঁড়ির ইনচার্জ হিমাক্ষী নাথ। পৌঁছেন এনএইচডিসিএলের কর্মকর্তাও। দুপুর একটা পর্যন্ত ওসি ও বিভাগীয় আধিকারিক অবরোধকারীদের সঙ্গে আলোচনার মাধ্যমে অবরোধ মুক্ত করার প্রয়াস চালান। অবশেষে অবরোধ মুক্ত করতে সক্ষম হন।

আজ, বিকেল তিনটা থেকে  সাময়িক কাজ শুরু করবেন। আগামী কুড়ি দিনের মধ্যে স্থায়ী কাজ  শুরু হবে। ইতিমধ্যে টেন্ডারও হয়ে গেছে। এই আশ্বাসে দুপুর একটায় অবরোধ মুক্ত হয়। প্রায় সাড়ে তিন ঘণ্টা অবরোধে সড়কের দুই দিকে যানবাহনের দীর্ঘ লাইন ধরে। চরম সমস্যার মুখে পড়তে হয়েছে যাত্রীসহ পথচারীদের।

উত্তর কৃষ্ণপুরে ৩০৬ নম্বর জাতীয় সড়ক তিন ঘণ্টা অবরোধ যুব কংগ্রেসের

অবরোধের নেতৃত্বে দেখা গেছে যুব কংগ্রেস নেতা ইজাজ হুসেন লস্কর, স্থানীয় নাগরিক অপু চৌধুরী, কুমকুম লস্কর, সোনাই যুব কংগ্রেস সভাপতি রাকিব মজুমদার, ডাঃ শাম্তিকুমার সিংহ, জেলা কংগ্রেস কর্মী সিপন মজুমদার প্রমুখ।

উত্তর কৃষ্ণপুরে ৩০৬ নম্বর জাতীয় সড়ক তিন ঘণ্টা অবরোধ যুব কংগ্রেসের

উল্লেখ্য, মাস দেড়েক আগে আন্দোলনের চাপে সোনাই বিধায়ক বিভাগীয় আধিকরিকদের নিয়ে যাতায়াতের ব্যবস্থা করে দিয়ে ছিলেন। এরপর পাথরগুলো সরে বিশাল আকারে চারটি গর্ত সৃষ্টি হয়। প্রায় হাঁটুজল জমে গর্তগুলোতে। বৃষ্টির সময়ে যাতায়াত করতে গিয়ে যেমন দুর্ভোগ পোহাতে হয়েছে তেমনি দুর্ঘটনার শিকার হতে হচ্ছে। শনিবারের যুব কংগ্রেসের এই আন্দোলন কর্মসূচিকে অনেকেই সমর্থন জানিয়েছেন। সামিল হয়েছেন স্থানীয় জনগণ সহ বিভিন্ন বাহনের চালকরাও।

উত্তর কৃষ্ণপুরে ৩০৬ নম্বর জাতীয় সড়ক তিন ঘণ্টা অবরোধ যুব কংগ্রেসের
উত্তর কৃষ্ণপুরে ৩০৬ নম্বর জাতীয় সড়ক তিন ঘণ্টা অবরোধ যুব কংগ্রেসের

Author

Spread the News