মধুরবন্দ ওয়াকফ আইনের বিরুদ্ধে মিছিল ও সমাবেশ
চামড়াগুদামে ঢিল, পুলিশের লাঠিচার্জ____
বরাক তরঙ্গ, ১৩ এপ্রিল : শিলচর মধুরবন্দ এলাকায় ওয়াকফ আইনের বিরুদ্ধে উত্তাল প্রতিবাদী মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। রবিবার বেরেঙ্গা, মধুরবন্দ ও কনকপুর অঞ্চলের ইসলাম ধর্মালম্বী লোকেরা হাতে প্লে কার্ড নিয়ে বিশাল প্রতিবাদী মিছিলে সামিল হতে দেখা যায়। বাদ্রিসেতু থেকে মিছিল বের হয় এবং মধুরবন্দ এলাকার একটি খালি স্থানে সভার আয়োজন করা হয়। মিছিলকে কেন্দ্র করে পুলিশ ছিল তৎপর। আগে থেকে সদর ওসি দলবল নিয়ে হাজির ছিলেন। মিছিল মধুরবন্দ পৌঁছার পর কিছু লোক চামড়াগুদাম পর্যন্ত পৌঁছে যান। সেখানে সড়কের উপর বসে প্রতিবাদ শুরু করেন। তখন পুলিশের সঙ্গে কিছুটা ঠেলা ধাক্কা হয়। এরমধ্যে কয়েকজন লোক পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুঁড়লে পুলিশ লাঠিচার্জ করতে বাধ্য হয় বলে জানা যায়। ছুটে যান পুলিশসুপার নুমুল মাহাতো। প্রশাসনের কড়া পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

আয়োজকের পক্ষে আজাদ হোসেন মজুমদার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিনের কর্মসূচি কথা তুলে ধরে শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হওয়ায় পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল’ বোর্ডের নির্দেশ মতে শান্তিপূর্ণ ভাবে প্রতিবাদ কর্মসূচি হাতে নেওয়া হয়। তিনি বলেন, কিছুলোক চামড়াগুদামের দিকে চলে যান মিছিল নিয়ে। সেখানের পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি বা ঢিল ছোঁড়ার ও লাঠিচার্জের শুনেছেন।

তিনি এও বলেন, পুলিশ যদি তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ নেয় তাহলে এর কোন প্রতিবাদ করবেন না। ল’ বোর্ড জানিয়েছে আড়াই মাস শান্তিপূর্ণ আন্দোলন চলবে। এবং সরকারি সম্পত্তি হল সাধারণ মানুষের সম্পত্তি। তাই কোন ভাবে ক্ষতিগ্রস্ত করা না হয় সেকথাও বলা হয়েছে। শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি সম্পন্ন হওয়ায় অংশগ্রহণকারীদের ধন্যবাদ জানান।
