বরাক তরঙ্গ, ২৮ ডিসেম্বর : দূর-দূরান্তের গ্রামাঞ্চলে সাধারণ মানুষের কাছে সহজলভ্য হোমিওপ্যাথিক চিকিৎসা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সেবা ভারতী দক্ষিণ আসাম প্রান্তের কেশব স্মারক সংস্কৃতি সুরভী’র আয়োজনে পালংঘাটে অনুষ্ঠিত ‘আরোগ্য মিত্র’ হোমিওপ্যাথিক প্রশিক্ষণবর্গ ২৬ ডিসেম্বর শনিবার সফলভাবে সমাপ্ত হয়েছে। স্থানীয় যুবক-যুবতীদের প্রাথমিক হোমিওপ্যাথিক চিকিৎসার প্রশিক্ষণ প্রদান করে তাদের নিজ নিজ এলাকায় বিনামূল্যে স্বাস্থ্য সচেতনতা ও প্রাথমিক চিকিৎসা প্রদানের কাজে লাগানোই এই প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। এ কথা জানিয়েছেন সংস্থার প্রান্তীয় সচিব শঙ্কর দাস। মোট ২৫ জন শিক্ষার্থী বিভিন্ন গ্রাম থেকে এই সাপ্তাহিক প্রশিক্ষণবর্গে অংশগ্রহণ করেছেন। সংস্থার পক্ষ থেকে তাদের সকলকে বিনামূল্যে হোমিওপ্যাথিক ওষুধকিট এবং একটি ব্যাগ প্রদান করা হয়েছে। বিশিষ্ট হোমিওপ্যাথিক চিকিৎসক ড. অচিন্ত্য কুমার নাথের তত্ত্বাবধানে পালংঘাটের শুক্লবৈদ্যের বাসভবনে এই প্রশিক্ষণ আয়োজিত হয়েছে। শিক্ষার্থীরা সকাল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত কঠোর সময়ানুবর্তিতার মধ্যে শারীরিক, মানসিক, বৌদ্ধিক এবং চিকিৎসা-সংক্রান্ত বিভিন্ন শিক্ষণীয় বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেছেন।শিক্ষার্থীদের মতে, এই প্রশিক্ষণ তাদের ব্যক্তিগত ও সমাজজীবনে অশেষ কল্যাণ সাধন করবে। একজন শিক্ষার্থী বলেন, “এটি এক অকল্পনীয় ও অদ্বিতীয় অভিজ্ঞতা। আমরা এখন নিজের গ্রামে সাধারণ রোগের চিকিৎসা দিতে পারব এবং স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দিতে পারব।” সুরভী সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রান্তের বিভিন্ন স্থানে আগামী দিনগুলোতে এ ধরনের প্রশিক্ষণবর্গ অব্যাহত থাকবে। গ্রামীণ স্বাস্থ্যসেবার এই উদ্যোগ দক্ষিণ আসামের স্বাস্থ্য ব্যবস্থাকে নতুন গতি ও শক্তি প্রদান করবে বলে আশা করা হচ্ছে।

সংস্থার প্রান্তীয় সচিব শঙ্করকুমার দাস আরও বলেন, “গ্রামীণ এলাকায় চিকিৎসা সেবার অভাব একটি বড় সমস্যা। এই প্রশিক্ষণের মাধ্যমে যুবক-যুবতীরা ‘আরোগ্য মিত্র’ হিসেবে কাজ করে সেই ফাঁক ভরাট করবে। আমরা ভবিষ্যতে আরও বেশি অংশগ্রহণকারীকে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা করছি।” এই উদ্যোগটি স্থানীয় সমাজে ইতিমধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া জাগিয়েছে এবং গ্রামীণ স্বাস্থ্যসেবাকে শক্তিশালী করার নতুন দিগন্ত উন্মোচন করেছে।


