বাড়িতে অভিযান, হেরোইন সহ গ্রেফতার ৫

বরাক তরঙ্গ, ১৯ নভেম্বর : বিশ্বস্ত তথ্যের ভিত্তিতে কলিয়াবর থানার পুলিশ, জখলাবন্ধা থানার দল এবং বাগরী পুলিশ পেট্ৰোল পোস্টের যৌথ উদ্যোগে বড়ুআচুক এলাকায় সমীরণ শইকিয়ার বাড়িতে এক অভিযান পরিচালনা করে। দীর্ঘদিন ধরে ওই বাড়িটিকে মাদক পাচারের আড্ডাখানা হিসেবে ব্যবহার করা হচ্ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।

অভিযান চালিয়ে পুলিশ ২৫টি প্লাস্টিকের কৌটায় ভরা সন্দেহজনক হেরোইন উদ্ধার করে। বাজেয়াপ্ত করা মাদকসহ কৌটাগুলোর মোট ওজন ছিল ৩৭.৬২ গ্রাম এবং কৌটা বাদে ৪.৯৩ গ্রাম। পাশাপাশি মাদক প্যাকেটজাত করার কাজে ব্যবহৃত বলে ধারণা করা ২২টি খালি কৌটা এবং একটি মোবাইল ফোনও বাজেয়াপ্ত করা হয়। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে প্রকাশ পেয়েছে যে সমীরণ শইকিয়া দীর্ঘদিন ধরে নিজের বাড়ি থেকেই মাদক বিক্রির কাজে জড়িত ছিল। অভিযান চলাকালীন বাড়িতে উপস্থিত পাঁচজনকে মাদক ব্যবসার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হল দেউরি চিলাবন্ধার হীরকজ্যোতি বরা, কুৱারিটল এলাকার জুনটি আলি (২৮), লঙ্গিচুকের জান আলি, বিশাল বণিক (৩০) এবং কুঠারির মো. আব্দুল রশিদ (২১)।

পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে অভিযুক্তদের বাজেয়াপ্ত সামগ্রীসহ থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার অনুসন্ধান অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *