কাশ্মীরের নাম বদলের ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

৩ জানুয়ারি : এবার কি নাম বদল হতে পারে কাশ্মীরের?  ইঙ্গিত মিলল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা’র বক্তব্যে। শা’র ইঙ্গিত, আগামীদিনে কাশ্মীরের নাম বদলে বৈদিক যুগের মুনি কাশ্যপের নামে করা হতে পারে।

বৃহস্পতিবার দিল্লিতে ‘জম্মু-কাশ্মীর অ্যান্ড লাদাখ থ্রু দ্য এজেস’ শীর্ষক একটি বই উদ্বোধন করেন শা। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ‘আমরা সবাই জানি কাশ্মীরকে কাশ্যপের ভূমি বলা হয়। এমন হতেই পারে যে ওঁর নাম থেকেই কাশ্মীরের নাম এসেছে।’ এই বক্তব্যের পর থেকেই শুরু হয়েছে জল্পনা। তা হলে এবার কাশ্মীরের নাম বদলে কাশ্যপ করার পরিকল্পনা নিচ্ছে কেন্দ্র?

শা বলেন, ‘আমি অত্যন্ত আনন্দিত যে ভারতের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে কাশ্মীর। সেখানেও গণতন্ত্র প্রতিষ্ঠিত। আমি আত্মবিশ্বাসী যে আমরা যা হারিয়েছি, সেটা তাড়াতাড়ি ফিরে পাব। কাশ্মীরি, ডোগরি, বালটি এবং ঝাঁস্করি ভাষাগুলিকে স্বীকৃতি দিয়েছে সরকার। এজন্য আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাই।’

প্রসঙ্গত, এর আগে একের পর এক জায়গার নাম বদলেছে কেন্দ্র। এলাহাবাদ হয়েছে প্রয়াগরাজ, মুঘলসরাই হয়েছে দীনদয়াল উপাধ্যায় নগর, ফৈজাবাদ অযোধ্যা, ফিরোজাবাদ হয়েছে চন্দ্রনগর, আলিগড় হতে চলেছে হরিগড়। এবার কাশ্মীরও সেই দলে রয়েছে কি না, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।
খবর : উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল।

কাশ্মীরের নাম বদলের ইঙ্গিত স্বরাষ্ট্রমন্ত্রীর

Author

Spread the News