ঝাঞ্ঝারবালিতে উরুস ৪ জানুয়ারি
বরাক তরঙ্গ, ৩ জানুয়ারি : আগামীকাল ৪ জানুয়ারি শনিবার শাহসূফী মওলানা মুহসিন আলির (বড় মৌলভী) ৭০তম ইসালে সওয়াব মহফিল অনুষ্ঠিত হবে। রওজা সংলগ্ন মাঠে উরুস মহফিলের আয়োজন করা হয়।
সভাপতি জানান, ৪ জানুয়ারি শনিবার বাদ মাগরিব কোরান খতম, বাদ এশা ওয়াজ মহফিল এবং বাদ ফজর তরিকতের খতম, খতমে খাজেগান, মিলাদ, আখেরি মোনাজাত ও শিরণী বিতরণ করা হবে।