মিজোরামে ইতিহাস জেডপিএম এর, গো হারা মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার

বরাক তরঙ্গ, ৪ ডিসেম্বর : প্রথমবারের মত সরকার গঠন করতে চলেছে জেডপিএম মিজোরামে। ইতিহাস তৈরি করে ৪০ আসনের মিজোরাম বিধানসভায় ২৭ টি আসনে জিতছে ZPM। সেখানে এবার মাত্র ১০টি আসনে জিতেছে এমএনএফ। হেরে গিয়েছেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা এবং উপ মুখ্যমন্ত্রী থাওলুইয়া। আর কংগ্রেসের চেয়ে বেশী আসন পেয়েছে। কংগ্রেসের আসন কমে মাত্র একটি জুটেছে। বিজেপি জিতেছে মাত্র ২টি আসনে।

মিজোরামে ইতিহাস জেডপিএম এর, গো হারা মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গার
পি ইউ লালডুহোমা।

এতদিন মিজোরামের ক্ষমতা ছিল কংগ্রেস এবং এনএম এফের হাতে। ঘুরে ফিরে তারাই মিজোরামে শাসন করেছে। গত নির্বাচনে সেখানে একক সংখ্যা গরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে জোরামথাঙ্গার দল মিজো ন্যাশনাল ফ্রন্ট এমএনএফ। এবারের নির্বাচনে আইজল পূর্ব- ১ আসনে হেরে গিয়েছেন মিজোরামের মুখ্যমন্ত্রী জোরামথাঙ্গা। সেই আসনে তাঁকে হারিয়ে জিতেছেন জেডপিএম দলের Lalthansanga।

Author

Spread the News