কৃপাকে জিতিয়ে দিলে হাইলাকান্দিতে মেডিক্যাল, বললেন হিমন্ত

এবি লস্কর, লালা।
বরাক তরঙ্গ, ১৮ এপ্রিল : করিমগঞ্জ লোকসভা আসনে বিজেপি প্রার্থী কৃপানাথ মালাকে জিতিয়ে দিলে হাইলাকান্দিতেও মেডিক্যাল কলেজ। সঙ্গে থাকবে মোদির পাঁচটি গ্যারান্টি। বৃহস্পতিবার কাটলিছড়ায় বিজয় সংকল্প অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার এনমাটাই প্রতিশ্রুতি।  তিনি বলেন, কংগ্রেস-ইউডিএফকে ভোট দিয়ে করিমগঞ্জ হাইলাকান্দির উন্নয়ণকে পঙ্গু করবেন না। আগামী ৫০ বছরেও কংগ্রেস ক্ষমতায় আসতে পারবে না। কংগ্রেসের জমানায় বরাক উপত্যকায় শুধু দালাল সৃষ্টি করা হয়েছে।

এ দিন কংগ্রেস ও ইউডিএফকে এক হাত নিয়ে কল্পতরু হয়ে যান মুখ্যমন্ত্রী। অনেক আশারবাণী শুনালেও কাটলিছড়াবাসীর ভাগ্য সুতোয় জুলিয়ে রাখলেন। সাব ডিভিশন থেকে শুরু করে ভৈরবী গুয়াহাটি ট্রেন পরিষেবা সব ভোটের পরেই সিদ্ধান্ত নেওয়া হবে।  জেলা সভাপতি স্বপন ভট্টাচার্যের  পৌরহিত্য সভায় মুখ্যমন্ত্রী আরও বলেন, কংগ্রেস-ইউডিএফকে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। অসমে কংগ্রেস-ইউডিএফের কোন অস্থিত্ব নেই। তারা শুধু বিজেপির অপপ্রচারে লিপ্ত থাকে। বিজেপিকে মুসলিম বিরোধী বলে প্রচার করে। হিমন্ত বিশ্ব শর্মা প্রশ্ন ছুড়ে দিয়ে বলেন, বিজেপির দিনে মুসলিমরা কি সরকারি চাকরি, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, অরুণোদয়, আয়ুষ্মান কার্ড পাননি। যদি পেয়ে থাকেন তাহলে কি করে বিজেপি মুসলিম বিদ্বেষী হয়ে গেল?  আসলে কংগ্রেসের আমলে মানুষ কিছুই পায়নি, পেয়েছে শুধু দালাল। এখন আর দালাল নেই, সব খতম করে দিয়েছে বিজেপি। এটাই হচ্ছে নতুন অসম।

কৃপাকে জিতিয়ে দিলে হাইলাকান্দিতে মেডিক্যাল, বললেন হিমন্ত

মুখ্যমন্ত্রী আত্মনির্ভর অসম প্রকল্পে যারা আবেদন করেছেন তাদের ২ লক্ষ টাকা করে দেওয়া হবে। যার ১ লক্ষ টাকা রেহাই দেওয়া হবে এবং বাকী ১ লক্ষ টাকা ৫ বছরে কিস্তিতে নেওয়া হবে। ফের নতুন করে ভোটের পরে এর আবেদন প্রক্রিয়া শুরু হবে। এদিনের জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্তিত ছিলেন বিধায়ক কিশোর নাথ, মুন স্বর্নকার, মিলন দাস প্রমুখ।

Author

Spread the News