হিমাংশু শেখর ভট্টাচার্যের স্মরণসভা
দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২ জুন : শ্রীশ্রী রামকৃষ্ণ বানপ্রস্থ মঙ্গলম্ বৃদ্ধাশ্রম ও শ্রীশ্রী রামকৃষ্ণ পাঠচক্র শিলচর (সেন্ট্রাল) কমিটির যৌথ উদ্যোগে সদ্য প্রয়াত হিমাংশু শেখর ভট্টাচার্যের স্মরন সভার আয়োজন করা হয়। রবিবার অম্বিকাপট্টি স্থিত রামকৃষ্ণ বানপ্রস্থ মঙ্গলম্ বৃদ্ধাশ্রমের কার্যালয়ে শ্রীশ্রী রামকৃষ্ণ পাঠচক্র শিলচর (সেন্ট্রাল) কমিটির সভাপতি সদ্য প্রয়াত হিমাংশু শেখর ভট্টাচার্যের স্মরণ সভার আয়োজন করা হয়।
এদিন স্মরণসভায় বক্তব্যে সম্পাদক সুদীপ দাস বলেন, প্রয়াত হিমাংশু শেখর ভট্টাচার্য একজন ধর্মীয় চিন্তাধারার ব্যক্তির সঙ্গে মানবদরদী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। উনি চিরজীবন রামকৃষ্ণ পরমহংসের আদর্শে অনুপ্রাণিত ছিলেন। তিনি কর্মজীবনেও বিরাট সুনাম ছিলো, উনার পরলোক গমনের ফলে যেমন রামকৃষ্ণ পাঠচক্র শিলচর (সেন্ট্রাল) কমিটির অপূরণীয় ক্ষতি ঘটেছে, তেমনি এই সমাজেও ক্ষতি হয়েছে।অন্যান্যদের মধ্যে স্মৃতি চারন করেন শ্রীশ্রী রামকৃষ্ণ বানপ্রস্থ মঙ্গলম্ বৃদ্ধাশ্রমের সভাপতি জহর তারন, শ্রীশ্রী রামকৃষ্ণ পাঠচক্র শিলচর (সেন্ট্রাল) কমিটির সহ-সভাপতিদ্বয় চম্পালাল রায় ও বীরেন্দ্রকুমার দাস সহ উপস্থিত আরও অন্যান্যরা।সেদিন প্রয়াত হিমাংশু শেখর ভট্টাচার্য্য স্মৃতি চারণের মধ্য দিয়ে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হয় এবং সভার শেষে উনার বিদেহী আত্মার শান্তি কামনায় দুই মিনিট নিরবতা পালন করা হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রণব কুমার চৌধুরী, সুশীল কর, রঞ্জিত পুরকায়স্থ, শিবদাস পাল, শিবু চৌধুরী, স্বর্ণেন্দু শেখর রায় সহ অন্যান্য সদস্যরা।