হাইলাকান্দিতেও কৃমিনাশক বড়ি খাওয়ানো শুরু
জনসংযোগ, হাইলাকান্দি।
বরাক তরঙ্গ, ১১ ফেব্রুয়ারি : হাইলাকান্দি জেলার ২ লক্ষ ৭৫ হাজার শিশু কিশোরকে কৃমিনাশক বড়ি খাওয়ানো শুরু হয়েছে। সোমবার কালিনগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে রাষ্ট্রীয় কৃমি নির্মূলকরণ এই অভিযানের সূচনা হাইলাকান্দি জেলায় করা হয়। স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত এডিসি লাইরহলু খেনতে একটি কিশোরীকে এলবেন্ডাজল ট্যাবলেট খাইয়ে এই অভিযানের সূচনা করেন। এই অভিযানে বিদ্যালয়ে যাওয়া সব শিশুকে বিদ্যালয়ে কৃমিনাশক বডি প্রদান করা হবে। এছাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্রেও এই বড়ি খাওয়ানো হবে।অনুপস্থিত বা অসুস্থতার জন্য যেসব শিশু কৃমিনাশক বডি গ্রহণ করতে পারবে না তাদের আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত মপআপের সময়কালে এই বড়ি প্রদান করা হবে। এক থেকে ১৯ বছর বয়সের সব শিশুকে এই অভিযানে এলবেন্ডাজল ট্যাবলেট খাওয়ানো হবে। এক থেকে দুই বছর পর্যন্ত শিশুদেরকে অর্ধেক ট্যাবলেট এবং দুই থেকে ১৯ বছর বয়সে কিশোর কিশোরদেরকে পূর্ণ একটি ট্যাবলেট খাওয়ানো হবে। আশাকর্মী এবং অঙ্গনাদি কর্মীদের কাছে এই ট্যাবলেট মজুত রয়েছে। জেলা স্বাস্থ্য বিভাগ থেকে প্রচারিত এক বিবৃতিতে জেলাবাসীকে এই কাজে সহযোগিতার জন্য আবেদন জানানো হয়েছে।
উল্লেখ্য, কৃমির সংক্রমণ থাকা শিশুরা পুষ্টিহীনতা এবং রক্ত হীনতায় ভোগে যার ফলে দুর্বল অনুভব করে এবং শিশুর সঠিকভাবে শারীরিক ও মানসিক বিকাশে বাধার সৃষ্টি হতে পারে বলে স্বাস্থ্য বিভাগের প্রচারিত আবেদনে জানানো হয়েছে।

