উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা, গতবছরের তুলনায় বাড়ল পাসের হার

উচ্চ মাধ্যমিকের ফলাফল ঘোষণা, গতবছরের তুলনায় বাড়ল পাসের হার

বরাক তরঙ্গ, ৯ মে : উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার অসম উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের ঘোষিত ফলাফলে দেখা গেছে যে ৮৯.১৮ শতাংশ কলা, ৮৯.৮৮ শতাংশ বিজ্ঞান এবং ৮৭.৮০ শতাংশ বাণিজ্যে পাস করেছে৷ এবারের উচ্চ মাধ্যমিক শিক্ষা পরীক্ষায় নেই কোন স্থানপ্রাপ্তের ব্যবস্থা নেই।

কলা শাখায় ৪০,৪৯৯ জন ছাত্রছাত্রী প্রথম বিভাগে এবং দ্বিতীয় বিভাগে পাস করেছে ৬৫,৫৩২ জন। তৃতীয় বিভাগে পাস করেছে ৭২ হাজার ৭৭৫ জন শিক্ষার্থী। এ বছর কলা বিভাগে মোট ২ লাখ ৪৯৫ জন শিক্ষার্থী পরীক্ষায় বসেছিল।

বিজ্ঞান শাখায় প্রথম বিভাগে মোট ২৩ হাজার ৫৫২ জন শিক্ষার্থী পাস করেছে। দ্বিতীয় বিভাগে পাস করেছে ১৭ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী। তৃতীয় বিভাগে পাস করেছে ৮ হাজার ৬২ জন শিক্ষার্থী। এ বছর বিজ্ঞান পরীক্ষায় মোট ৫৪ হাজার ৪৬০ জন শিক্ষার্থী বসেছিল।

শিক্ষার্থীরা নিম্নলিখিত ওয়েবসাইটে তাদের বিস্তারিত ফলাফল দেখতে পারে। ওয়েবসাইটগুলো হল:
https://ahsec.gov.in, https://www.resu lts.shiksha, https://iresults.net, https: //www.indiaresults.com, https://iresu lts.in, https://www.fastresult.in, http s://assamjobalerts.com, https://www. assamresult.in

অন্যদিকে, বাণিজ্যে প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে ৫ হাজার ৯১৫ জন। দ্বিতীয় বিভাগে ৬০৮৭ জন এবং তৃতীয় বিভাগে ৩১৯৪ জন শিক্ষার্থী পাস করেছে। এ বছর বাণিজ্য বিভাগে মোট ১৭ হাজার ৩০৭ জন শিক্ষার্থী পরীক্ষায় বসেছিল।

এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল আগের তুলনায় অনেক ভালো হয়েছে। ২০২৩ সালে, ৭০.১২ শতাংশ শিক্ষার্থী কলা বিভাগে পাস করেছিল। কলা বিভাগে পাসের হার ছিল ৮৯.১৮ শতাংশ। গত বছর বিজ্ঞান বিভাগে ৮৪.৯৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছিল। এ বছর বিজ্ঞানে ৮৯.৮৮ শতাংশ।  একই ভাবে গত বছর ৭৯.৫৭ শতাংশ শিক্ষার্থী বাণিজ্যে পাস করেছিল। বাণিজ্যে পাসের হার ৮৭.৮০ শতাংশ।

Author

Spread the News