রাজ্যে আজ থেকে শুরু উচ্চমাধ্যমিক পরীক্ষা
বরাক তরঙ্গ, ১৩ ফেব্রুয়ারি : আজ থেকে রাজ্যে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিকের চূড়ান্ত বর্ষের পরীক্ষা। ৮৫৬টি কেন্দ্রে ৩ লক্ষ ৬ হাজার ৯২৫ জন বসবেন। পরীক্ষা কেন্দ্র গুলোতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
প্রথমবারের মতো সর্বাধিক পরীক্ষার্থী এবারে বসছেন। উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৩ লক্ষ ৬ হাজার ৯২৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১ লক্ষ ৪৪ হাজার ছাত্র এবং এক লক্ষ ৬২ হাজার ৫২৩ জন ছাত্রী রয়েছেন।
কলা শাখায় ২ লক্ষ ৩০ হাজার ৯১ জন পরীক্ষার্থী, বিজ্ঞান শাখায় ৫৭ হাজার ৭২৪ জন এবং বাণিজ্য শাখায় ১৭ হাজার ৮ ৭০ জন পরীক্ষার্থী। কারিগরি শাখায় ১ হাজার ২৪১ জন পরীক্ষার্থী বসবেন। প্রতিটি কেন্দ্রের ১০০ মিটার ব্যাসার্ধে কার্যকর থাকবে বিএনএস ১৬৩ ধারা।

