বিশ্ববিদ্যালয় ক্রিকেটে জয়ী হাইলাকান্দি এসএস কলেজ ও করিমগঞ্জ কলেজ
ইকবাল লস্কর, শিলচর।
বরাক তরঙ্গ, ১৩ ফেব্রুয়ারি : আসাম বিশ্ববিদ্যালয়ের আন্তঃকলেজ ক্রিকেটে বুধবার দুটি ম্যাচ হয়েছে। বিশ্ববিদ্যালয় মাঠে প্রথম ম্যাচ জেতে হাইলাকান্দির এসএস কলেজ। রাধামাধব কলেজকে তারা হারায় ৮ রানে। ১০ ওভারের ম্যাচে ব্যাটিং নিয়ে ৮ উইকেটে ১০১ রান করে এসএস কলেজ। তাদের বিবেক মালাকার ২৫, আব্দুদ তৌহিদ ২৩ ও শামিম আহমেদ করেন ১৭ রান। দুটি করে উইকেট নেন সুরজ সাহা, বিক্রম নাথ, রোহন দাস ও শুভ্রজিৎ দাস। জবাবি ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ৯৩ রানে থেমে যায় রাধামাধব কলেজ। তাদের রোহন ৪৪ ও উদয় দেবনাথ করেন ১২ রান। এসএস কলেজের সালে আহমেদ নেন ২ উইকেট। ম্যাচ সেরা হন বিবেক। তাঁর হাতে ট্রফি তুলে দেন ড. তপোধীর আচার্য।

দ্বিতীয় ম্যাচ জেতে করিমগঞ্জ কলেজ। বিবেকানন্দ কলেজকে তারা হারায় ৯ উইকেটে। প্রথমে ব্যাট করে ১৪ ওভারে ৭৮ রানে অলআউট হয় বিবেকানন্দ কলেজ। তাদের অভিজিৎ দেবরায় ১৯ ও প্রভাত সিনহা করেন ১৬ রান। ৩টি করে উইকেট নেন মন্থন দে ও রাজেশ বিশ্বাস। দুটি পান সাগর আচার্য। জবাবি ব্যাটিংয়ে নেমে ৭.১ ওভারে ১ উইকেট হারিয়ে ৮১ রান তুলে নেয় করিমগঞ্জ কলেজ। তাদের অজয় দাস ২৫ বলে করেন অপরাজিত ৫২ রান। ৭টি বাউন্ডারি ও তিনটি ছক্কা মারেন তিনি। ১০ রানে অপরাজিত থাকেন মন্থন। ম্যাচ সেরার পুরস্কার পান রাজেশ। ড. অজিতা তেওয়ারি তাঁর হাতে পুরস্কার তুলে দেন।

