রাজেন গোহাঁইয়ের বিজেপিতে অতুলনীয় অবদান: হিমন্ত বিশ্ব শর্মা

রাজেন গোহাঁইয়ের বিজেপিতে অতুলনীয় অবদান: হিমন্ত বিশ্ব শর্মা

বরাক তরঙ্গ, ১০ অক্টোবর : রাজেন গোহাঁইয়ের ভারতীয় জনতা পার্টির প্রতি ছিল এক অভূতপূর্ব অবদান। দলের গঠনে তিনি উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। সেই অবদানের প্রতি সম্মান জানিয়েই বিজেপি তাঁকে একাধিকবার সংসদ সদস্য হওয়ার সুযোগ দিয়েছিল — এমন মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা।

বৃহস্পতিবার ডিব্রুগড়ে অনুষ্ঠিত বিজেপির বর্ধিত কার্যনির্বাহী সভা এবং কোর কমিটির বৈঠকে অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী। এই সভায় প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি রাজেন গোহাঁইয়ের দলত্যাগ প্রসঙ্গে তিনি আরও বলেন, “যদিও তিনি আজ দল ছেড়েছেন, তাঁর পুত্র এখনও বিজেপিতে রয়েছেন এবং দলের বিভিন্ন দায়িত্ব পালন করে চলেছেন। আমি তাঁর রাজনৈতিক জীবনের মঙ্গল কামনা করি, যাতে তিনি দেশ ও সমাজের জন্য কাজ করতে পারেন।”

উল্লেখ্য, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের দিন ঘনিয়ে আসতেই দলীয় সাংগঠনিক কাজকর্মে তৎপর হয়ে উঠেছে শাসকদল বিজেপি। সেই লক্ষ্যে বৃহস্পতিবার ডিব্রুগড়ে অনুষ্ঠিত হয় রাজ্য বিজেপির চারটি গুরুত্বপূর্ণ সভা।

ডিব্রুগড় থানার বহুমুখী উপযোগিতা ভবনে অনুষ্ঠিত হয় বিজেপির বর্ধিত কার্যনির্বাহী সভা এবং কোর কমিটির বৈঠক। এই বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল, রাজ্য বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া, রাজ্য পর্যবেক্ষক হরিশ দ্বিবেদী, সাংগঠনিক সাধারণ সম্পাদক জি আর রবীন্দ্র রাজু সহ দলের অন্যান্য মন্ত্রী, বিধায়ক এবং সাংসদরা।

বিজেপি ২০২৬ সালের নির্বাচনের রণনীতি প্রস্তুতের দিকেই এখন মূলত মনোনিবেশ করছে।

Spread the News
error: Content is protected !!