উমরাংশু কাণ্ড : ‘সত্যের সন্ধানে’ নাম দিয়ে শিলচরে বিক্ষোভ কংগ্রেসের
আলি চৌধুরী, শিলচর।
বরাক তরঙ্গ, ১০ জানুয়ারি : ডিমাহাসাও জেলার উমরাংশু কাণ্ডের প্রতিবাদ জানিয়ে সারা রাজ্যের সঙ্গে ‘সত্যের সন্ধানে’ নাম দিয়ে শিলচরেও অবস্থান ধর্মঘট পালন কংগ্রেস। কয়লা সিন্ডিকেটের মাস্টারমাইন্ডকে শনাক্ত করতে সিবিআই তদন্তের দাবি জানায় কংগ্রেস। শুক্রবার এ দাবি জানিয়ে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন কর্মকর্তারা। বিক্ষোভ চলাকালে শিলচর জেলা কংগ্রেসের সভাপতি অভিজিৎ পাল বলেন, কংগ্রেসের এক প্রতিনিধি দল ঘটনাস্থল পরিদর্শন করে পুরো বিষয়টি ক্ষতিয়ে দেখার পর জানতে পেরেছে ডিমাহাসাও অটোনমাস কাউন্সিলের সিইএম দেবোলাল গারলোসার একজন ঘনিষ্ঠ কনিকা হোজায়ের নেতৃত্বে এই বৃহৎ সিন্ডিকেট সেখানে চলছে। এই সিন্ডিকেটের সঙ্গে আরও কে কে জড়িত রয়েছে তা খোঁজে বের করার পাশাপাশি সেখানের স্থানীয় ডিসি ও এসপিকে তাঁদের পদ থেকে বহিষ্কার করার এদিন দাবি তোলেছেন তিনি।
বলেন, মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা নিজের দায়িত্ব এড়িয়ে যাওয়ার উদ্দেশ্যে কেবলমাত্র একজনকে ইতিমধ্যে গ্রেফতার করেছে। উমরাংশু কাণ্ডে সিবিআই তদন্তের দাবি জানিয়ে ঘটনার মূল অভিযুক্তকে গ্রেফতার করতে হবে এও দাবি জানান। অবৈধভাবে চলা এই মাইনিং-এর পেছনে লুকিয়ে থাকা রহস্য প্রকাশ্যে এনে দোষীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের আবেদন জানিয়ে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। এদিনের বিক্ষোভে ছিলেন প্রাক্তন মন্ত্রী অজিত সিংহ, বড়খলার বিধায়ক মিসবাউল ইসলাম লস্কর, সেবা দল ইয়ং ব্রিগেডের নূরুল ইসলাম বড়ভূইয়া, সোনাই ব্লক কংগ্রেসের সভাপতি আক্তার হোসেন বড়ভূইয়া সহ শিলচর জেলা কংগ্রেসের প্রত্যেক কর্মীরা।
উল্লেখ্য, গত ৬ জানুয়ারী উমরাংশুর তিনকলো এলাকার রেড হোল মাইনিং-এ প্রায় ৯ জন শ্রমিক যেভাবে নিখোঁজ হয়েছেন। এ পর্যন্ত একজনের মৃতদেহ উদ্ধার করা হয়।