মুখ্যমন্ত্রী পদে ফিরলেন হেমন্ত সোরেন

৪ জুলাই : বৃহস্পতিবারেই ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী পদে ফিরলেন হেমন্ত সোরেন। এদিন বিকেলে রাজ্যের ১৩তম মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চা দলের প্রধান। পাঁচ মাস জেল বন্দি থাকার পর সম্প্রতি মুক্তি পেয়েছেন হেমন্ত সোরেন। এরপরেই রাজ্যের জেএমএম নেতা চম্পাই সোরেন বুধবার পদত্যাগ করে হেমন্তর মুখ্যমন্ত্রী হওয়ার রাস্তা পরিষ্কার করে দেন।

বৃহস্পতিবার বিকেলে রাজভবনে নিজের বাবা শিবু সোরেনের উপস্থিতিতে শপথ নেন তিনি। বলেন, বাবার সঙ্গে দেখা করে আগামীদিনের চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য আশীর্বাদ নিলাম। হেমন্ত সোরেনকে সরকার গঠনের জন্য আমন্ত্রণ জানান ঝাড়খণ্ডের রাজ্যপাল। জানা গিয়েছে, হেমন্ত সোরেনের জামিন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে ইডি। সোরেনের জামিন নিয়ে বিজেপি ইতিমধ্যেই তোপ দেগেছে। তবে সেসবকে পাত্তা দিতে নারাজ হেমন্ত সোরেন। তিনি ফের একবার ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে তৈরি। খবর : আজকাল ডট ইন।

Author

Spread the News