প্রবল বৃষ্টিতে পুনেতে ভেঙে পড়ল হেলিকপ্টার
২৪ আগস্ট : প্রবল বৃষ্টিতে পুনেতে হেলিকপ্টার ভেঙে দুর্ঘটনা। তবে প্রানরক্ষা হয়েছে পাইলট সহ ৩ যাত্রীর। পুনে রুরাল পুলিশের এসপি পঙ্কজ দেশমুখ দুর্ঘটনার খবরটি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, শনিবার ৩ জন যাত্রীকে নিয়ে মুম্বই থেকে হায়দরাবাদ যাচ্ছিল একটি বেসরকারি কোম্পানির ওই হেলিকপ্টার। সেইসময় মাঝ আকাশে আচমকাই দুর্ঘটনা ঘটে। মহারাষ্ট্রের পুনের পাউদ গ্রামে ভেঙে পড়ে হেলিকপ্টারটি। খবর পাওয়া মাত্র্ই শুরু হয় উদ্ধারকাজ। জখম চারজনকেই নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা স্থিতিশীল বলে খবর।
জানা গিয়েছে, জুহু থেকে উড়ান শুরু করে এক বেসরকারি বিমান সংস্থার ওই হেলিকপ্টারটি। মাঝ আকাশে দুর্যোগের মুখে পড়ে কপ্টারটি। প্রবল ঝড়-বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়েই কি মাটিতে আছড়ে পড়ে ওই কপ্টার, তা জানতে শুরু হয়েছে তদন্ত। কারণ কয়েকদিন ধরেই টানা বৃষ্টিতে নাজেহাল পুনে। খারাপ আবহাওয়ার কারণেই এই দুর্ঘটনা ঘটল কি না, তারই উত্তর খুঁজছে তদন্তকারীরা। তবে হেলিকপ্টারে কোনও যান্ত্রিক ত্রুটি ছিল কি না, খতিয়ে দেখা হচ্ছে সেই বিষয়টিও। দুর্ঘটনায় পাইলটের জখম গুরুতর বলে সূত্রের খবর।