কেদারনাথ তীর্থ যাত্রী থাকা হেলিকপ্টার ঘাসজমিতে জরুরি অবতরণ, রক্ষা

২৫ মে : পাহাড়ের কোল থেকে উঠে আসছিল হেলিকপ্টার। হেলিপ্যাডে তৈরি ছিলেন কর্মীরা। অবতরণের জন্য তৈরি হচ্ছিল হেলিকপ্টার। এই পর্যন্ত সব ঠিক ছিল। কিন্তু অবতরণের আগের মুহূর্তে হঠাৎই এলোমেলোভাবে ঘুরতে শুরু করল হেলিকপ্টার। শূন্যে পাক খেতে খেতে হেলিপ্যাড থেকে বেরিয়ে গেল হেলিকপ্টার। ঘটনাটি ঘটেছে কেদারনাথে। পুণ্যার্থীদের নিয়ে কেদারনাথে নামার আগে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এক কপ্টারের চালক। বেশ খানিকক্ষণ হেলিকপ্টারটি শূন্যে চক্কর খেতে থাকে। শেষমেশ বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পান যাত্রীরা।

চারধাম যাত্রা শুরু হওয়ার পর ভিড়ে থিক থিক করছে কেদারনাথ, বদ্রীনাথ। শুক্রবার কেদারনাথগামী একটি হেলিকপ্টার যান্ত্রিক ত্রুটির মুখে পড়ে। যার ফলে ঘটতে চলেছিল ভয়াবহ দুর্ঘটনা। কেদারনাথের হেলিপ্যাড থেকে প্রায় ১০০ মিটার দূরে পাইলটের তৎপরতাতেই ঘাসজমিতে জরুরি অবতরণ করানো হয়। কপ্টারের ৬ জন যাত্রী ও পাইলট সকলেই সুরক্ষিত রয়েছেন বলে জানা গিয়েছে।

হেলিকপ্টারের পাইলট কল্পেশ জানিয়েছেন, অবতরণের ঠিক আগে হাইড্রলিক ফেলিয়োর হয়। এর ফলেই নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরতে শুরু করে হেলিকপ্টারটি। পাইলটের তৎপরতাতেই ঘাসজমিতে জরুরি অবতরণের ফলে বড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। হেলিকপ্টারটির সামান্য ক্ষতি হয়েছে। তবে যাত্রীদের কোনও ক্ষতি হয়নি। এই ঘটনার তদন্ত শুরু করছে ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন।

Author

Spread the News