ভারী বর্ষণে তিনজনের মৃত্যু তামিলনাডুতে

১৯ ডিসেম্বর : রবিবার থেকে টানা ভারী বৃষ্টি তামিলানডুর জেলায় জেলায়। মঙ্গলবার পর্যন্ত পাওয়া তথ্য অনুসারে, ভারী বৃষ্টির ফলে সৃষ্ট বন্যা পরিস্থিতিতে মৃত্যু হয়েছে ৩ জনের। রবিবার থেকে দক্ষিণ তামিলনাডুর তিরুনেলভেলি, তুতিকোরিন, টেনকাসি এবং কন্যাকুমারী জেলায় অতি ভারী বৃষ্টিতে বন্যা দেখা পরিস্থিতি তৈরি হয়েছে। বৃষ্টিতে ব্যাহত প্রায় গোটা রাজ্যের স্বাভাবিক জীবনযাপন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ চালাচ্ছে ভারতীয় বিমান বাহিনী, সেনা বাহিনী এবং অন্যান্য উদ্ধারকারী দলগুলি।

তুতিকোরিম জেলার শ্রীবৈকুন্তম রেল স্টেশনে গত ২৪ ঘন্টায় ৫০০ যাত্রী আটকে পড়েছেন বলে জানা গিয়েছে। ভারী বৃষ্টির কারণে স্টেশন জলমগ্ন, ক্ষতিগ্রস্ত ট্রেনের ট্র্যাক। উদ্ধারকার্য চলছে। আটকে পড়া যাত্রীদের জন্য এয়ার ড্রপিং ব্যবস্থায় ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। যাত্রীদের নিরাপদে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত ১৩টি বাস। জানা গিয়েছে মানিয়াচ্চি স্টেশন থেকে একটি বিশেষ ট্রেন আটকে পড়া যাত্রীদের চেন্নাই পৌঁছে দেবে। বন্যা কবলিত এলাকাগুলিতে মিডিয়াম লিফট হেলিকপ্টার, এডভান্সড লাইট হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধারকার্য চালাচ্ছে ভারতীয় বায়ুসেনা। বৃষ্টিপাতের হার কমলেও বহু এলাকা এখনও জলমগ্ন থাকায় ভোগান্তির শিকার সাধারণ মানুষ।
খবর : আজকাল ডট ইন।

Author

Spread the News