রাজ্যে ১৩ জেলায় ভারি বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি

বরাক তরঙ্গ, ২০ মে : রাজ্যের বেশ কয়েকটি জেলায় গত কয়েকদিন ধরে বৃষ্টিপাত হচ্ছে। অবিরাম বৃষ্টির ফলে গুয়াহাটির বিভিন্ন এলাকা কৃত্রিম বন্যায় প্লাবিত হয়েছে। স্তব্ধ হয়ে পড়েছে স্বাভাবিক জনজীবন।

আজ, মঙ্গলবার আবহাওয়া দফতর থেকে রাজ্যের ১৩ জেলায় ভারি বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি করেছে। জেলা গুলো হল ডিমা হাসাও, কাছাড়, শ্রীভূমি এবং হাইলাকান্দি।

এ ছাড়া দক্ষিণ শালমারা, ধুবড়ি, কোকরাঝাড়, চিরাং, বাকসা, গোয়ালপাড়া, নলবাড়ি, কামরূপ (গ্রামীণ) এবং কামরূপ (মেট্রো) জেলাতেও হলুদ সতর্কতা জারি করেছে।

রাজ্যে ১৩ জেলায় ভারি বৃষ্টিপাতের হলুদ সতর্কতা জারি
Spread the News
error: Content is protected !!