প্রবল বৃষ্টি ও তুষারে কমপক্ষে ৬০ জনের মৃত্যু আফগানিস্তানে

১৪ মার্চ : আফগানিস্তানে গত তিন সপ্তাহে প্রবল বৃষ্টি ও তুষারে কমপক্ষে ৬০ জন প্রাণ হারিয়েছে। বুধবার দেশটির দুর্যোগ মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, ‘সায়েক এক ভিডিও বার্তায় বলছেন, গত ২০ ফেব্রুয়ারি থেকে অস্বাভাবিক বরফ ও বৃষ্টির কারণে ৬০ জন মারা গেছে এবং আরো ২৩ জন আহত হয়েছে।’ তিনি আরো বলেন, ‘প্রায় ১ হাজার ৬৪৫টি বাড়িঘর হয় আংশিক না হয় পুরোই ধ্বংস হয়ে গেছে। এছাড়া প্রায় এক লাখ ৭৮ হাজার গবাদি পশু মারা গেছে।’

মার্কিন সমর্থিত সরকারের পতন এবং তালিবানের ক্ষমতায় ফিরে আসার পর দরিদ্র এ দেশটিতে বিদেশী সাহায্য একেবারে কমে গেছে। ফলে দেশটির দুর্যোগ মোকাবেলার সক্ষমতাও হ্রাস পেয়েছে।

Author

Spread the News