ছাত্রীকে শ্লীলতাহানি, উত্তপ্ত NIT, বরখাস্ত অধ্যাপক

বরাক তরঙ্গ, ২১ মার্চ : এনআইটি শিলচরে এক ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা সহকারি অধ্যাপকের। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় শিলচর এনআইটি ক্যাম্পাস চত্বরে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও সিআরপিএফ  মোতায়ন করা হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার ইলেক্ট্ৰিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের  বিটেক প্ৰথম বিভাগের ছাত্রীকে যৌন নির্যাতনের চেষ্টা করেন সহকারী অধ্যাপক।  ঘটনার পর প্ৰতিবাদে বৃহস্পতিবার রাতে ফ্যাকাল্টি  কোয়াৰ্টারের সামনে আন্দোলন শুরু করেন ছাত্ৰছাত্ৰীরা।

ছাত্ৰছাত্ৰীদের উত্তাল আন্দোলনে পর রাত তিন টায় অভিযুক্ত অধ্যাপক ড. ডিকে রাজুকে নিলম্বন করেন NIT কৰ্তৃপক্ষ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাতে এনআইটি সামনে মোতায়ন করা হয় পুলিশ ও সিআরপিএফ বাহিনী। ঘটনা নিয়ে ঘুংঘুর থানায়  অধ্যাপকের বিরুদ্ধে মামলা করা হয়।

ছাত্রীকে শ্লীলতাহানি, উত্তপ্ত NIT, বরখাস্ত অধ্যাপক
ছাত্রীকে শ্লীলতাহানি, উত্তপ্ত NIT, বরখাস্ত অধ্যাপক
Spread the News
error: Content is protected !!