হাইলাকান্দি জেলা কারাগারে স্বাস্থ্য শিবির হার্ট কেয়ার ও রোটারির

বরাক তরঙ্গ, ২৯ সেপ্টেম্বর : বিশ্ব হৃদয় দিবস উপলক্ষে শুক্রবার হাইলাকান্দি জেলা কারাগারে এক বিনামূল্যে হৃদরোগ পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। এদিন আসাম হার্ট কেয়ার সোসাইটির বরাক উপত্যকা চাপ্টারের উদ্যোগে হাইলাকান্দি রোটারি ক্লাব জেলা কারাগারে এই বিশেষ শিবির ও সচেতনতা সভার আয়োজন করে। সহযোগিতায় ছিল শিলচর গ্রিন হিলস

হাইলাকান্দি জেলা কারাগারে স্বাস্থ্য শিবির হার্ট কেয়ার ও রোটারির

হাসপাতাল। এদিন জেলা কারাগারে সবাইকে স্বাগত জানান জেল আধিকারিক রঞ্জন চৌধুরী। এরপর সচেতনতা সভায় বক্তব্য রাখেন বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ তথা আসাম হার্ট কেয়ার সোসাইটির বরাক উপত্যকা চাপ্টারের উপ সভাপতি ডাঃ আহমেদ হোসেন চৌধুরী। এরপর শুরু হয় পরীক্ষা শিবির। প্রথম সুগার এবং উচ্চ রক্তচাপ পরীক্ষার পর চিকিৎসকরা শতাধিক রোগী দেখেন। এরমধ্যে ছিলেন ডা: আহমেদ হোসেন চৌধুরী, ডাঃ মানব নাথ, ডাঃ হারুন রসিদ প্রমুখ। এছাড়া ও ইসিজি করেন আসাম হার্ট কেয়ার সোসাইটির রাজ্য সমিতির জোনাল সচিব পিনাককান্তি চক্রবর্তী ও ট্যাকনিশিয়ান মামনি নুনিয়া। রোটারি ক্লাবের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি প্রীতিকনা পাল, শংকর চৌধুরী ও বিভাভূষণ চক্রবর্তী।

হাইলাকান্দি জেলা কারাগারে স্বাস্থ্য শিবির হার্ট কেয়ার ও রোটারির

এছাড়াও শিবিরে বিভিন্ন ধরনের পরীক্ষা নীরিক্ষা সহ ওষুধ প্রদান করা হয়।  উপস্থিত ছিলেন মঞ্জু দাস, ধ্রিতিসুন্দর মিশ্র, এম লোকেন্দ্র সিংহ, অরুপ সুন্দর দত্ত, কর্ণেন্দু দাস, শুভম দে প্রমুখ। এছাড়াও এদিন কল্যাণ আশ্রমের ছাত্রী নিবাসে এদিন হার্ট কেয়ার সোসাইটির পক্ষ থেকে দুপুরের খাবার এবং ফলমূল বিতরণ করা হয়।

Author

Spread the News