মৃত্যুঞ্জয় কর্মকর্তাদের বারনীমুখ এমই স্কুলে স্বাস্থ্য সচেতনতা শিবির
বরাক তরঙ্গ, ১০ নভেম্বর : ১০৮ জরুরীকালীন অ্যাম্বুলেন্স পরিষেবার ১৬ বছর পূর্তি উপলক্ষে কয়েক দিন থেকে এই বিভিন্ন জায়গায় গিয়ে স্বাস্থ্যকর্মীরা বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করে আসছেন কর্মকর্তারা। শনিবার সকালে বারুনীমুখ এমই স্কুলে গিয়ে প্রবীণ নাগরিকদের গুরুত্বপূর্ণভাবে স্বাস্থ্য পরীক্ষা করা সহ মেয়েদের নিরাপত্তা এবং ক্রমবর্ধমান মেয়েদের স্বাস্থ্য সম্পর্কে খোলাখুলি ভাবে আলোচনা করেন পল্লবিতা শর্মা।
নভেম্বর মাসের শেষের দিকে এই গ্ৰামের পঞ্চায়েত কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে একটি মেগা স্বাস্থ্য ও সচেতনতা শিবিরের পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।