বাঁশকান্দিতে ছাত্রকে ‘পেপারকাটার’ দিয়ে আঘাত, আটক প্রধান শিক্ষক

কেএ লস্কর, লক্ষীপুর।
বরাক তরঙ্গ, ৬ ফেব্রুয়ারি : বাঁশকান্দি এমভি স্কুলের মর্মান্তিক ঘটনায় আটক করা হল প্রধান শিক্ষক বদর উদ্দিন মজুমদারকে। বৃহস্পতিবার কাছাড় জেলায় যখন গুণোৎসব চলছিল তখনই এই নির্মম ঘটনাটি ঘটে। স্কুলের প্রধান শিক্ষক বদর উদ্দিন মজুমদার গুণোৎসবের সময় স্কুলের সপ্তম শ্রেণির এক ছাত্রকে ‘পেপারকাটার’ দিয়ে আঘাত করলে গুরুতর জখম হয় ছাত্রটি। শহিদ আহমেদ নামে আহত ছাত্রকে সঙ্গে সঙ্গে আলিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার হাতে সাতটি সেলাই দেওয়া হয়েছে।
এই ঘটনা নিয়ে বাঁশকান্দি পুলিশ ফাঁড়িতে মামলা দায়ের করেছেন ছাত্রের বাবা। অভিযুক্ত প্রধান শিক্ষককে আটক করে বাঁশকান্দি থানায় নিয়ে যাওয়া হয়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
