হাতিখাল বাজার সুরক্ষা কমিটি ও যুব সমাজের যৌথ উদ্যোগে সম্মাননা অনুষ্ঠান

বরাক তরঙ্গ, ৯ জানুয়ারি : সোনাই বিধানসভা কেন্দ্রের অন্তর্গত পূর্ব সোনাই এলাকার হাতিখাল বাজারে মাদক নির্মূলের লক্ষ্যে সচেতনতা সভা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাতিখাল বাজার সুরক্ষা কমিটি ও যুব সমাজের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় ৭টায় ভাউরিকান্দি জিপির সভানেত্রীর প্রতিনিধি তথা হাতিখাল বাজার সুরক্ষা কমিটির সভাপতি সাইদুর রহমান মজুমদারের সভাপতিত্ব অনুষ্ঠানে পূর্ব সোনাই এলাকার সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখা চারজন বিশিষ্ট যুবককে সম্মাননা জানানো হয়।

তাঁরা হলেন নগদীরগ্রাম-দিদারখুশ জেলা পরিষদের সদস্য সাহিন আহমেদ লস্কর, সাংবাদিক সাবির আহমদ মজুমদার, আইনজীবী জাবেদ আক্তার মজুমদার, ভাউরিকান্দি জিপি সভানেত্রীর প্রতিনিধি ও বাজার সুরক্ষা কমিটির সভাপতি সাইদুর রহমান মজুমদার।

সভাপতির ভাষণে সাইদুর রহমান মজুমদার বলেন, আজকের যুব সমাজই আগামী দিনের সমাজ নির্মাতা। জিলা পরিষদ সদস্য সাহিন আহমদ লস্কর একজন প্রকৃত যুব আইকন। তিনি নির্বাচিত প্রতিনিধি হিসেবে শুধু উন্নয়নের কথা বলেননি, সমাজ সংস্কার, মাদকমুক্ত এলাকা গঠন ও যুবকদের সঠিক পথে পরিচালনার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাঁর মতো নেতৃত্বই সমাজকে আলোকিত করে। তিনি আরও বলেন, সাংবাদিক সাবির আহমদ মজুমদার একজন অক্লান্ত পরিশ্রমী সাংবাদিক, যিনি সবসময় বাস্তব চিত্র ও বাস্তব বিষয়কে তুলে ধরেন। ন্যায়ের পক্ষে কলম চালানো, অপরাধের বিরুদ্ধে সাহসী প্রতিবেদন প্রকাশ এবং সাংবাদিকতার নৈতিক দায়িত্ব পালনে তিনি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

আইনজীবী জাবেদ আক্তার মজুমদার প্রসঙ্গে তিনি বলেন, তিনি দীর্ঘদিন ধরে এলাকার সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আইনি সহায়তা দিয়ে যাচ্ছেন। আর্থিকভাবে দুর্বল মানুষদের ন্যায়বিচার পেতে তাঁর ভূমিকা সত্যিই প্রশংসনীয়।

অনুষ্ঠানে প্রাসঙ্গিক বক্তব্য রাখতে গিয়ে আনোয়ার হোসেন মজুমদার বলেন, মাদক সমাজের জন্য এক ভয়াবহ অভিশাপ। এই অভিশাপ থেকে মুক্তি পেতে হলে যুব সমাজকেই এগিয়ে আসতে হবে। পরিবার, পাড়া-মহল্লা ও বাজার এলাকায় সামাজিক নজরদারি বাড়াতে হবে। যুবকদের খেলাধুলা, সংস্কৃতি ও ইতিবাচক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত করাই মাদক নির্মূলের প্রধান পথ।

সাংবাদিক সাবির আহমেদ মজুমদার তাঁর বক্তব্যে সাংবাদিকতার বিভিন্ন দিক ও দীর্ঘদিনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। তিনি বলেন, সাংবাদিকতা শুধু পেশা নয়, এটি একটি সামাজিক দায়িত্ব। সত্যকে সামনে আনা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরাই সাংবাদিকতার মূল লক্ষ্য। মাদক, অপরাধ ও অনিয়মের বিরুদ্ধে কলম সবসময় সক্রিয় থাকবে।

এদিনের অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন হাফিজ আব্দুল হক। অনুষ্ঠানজুড়ে মাদক নির্মূল, যুব সমাজের দায়িত্ব ও সামাজিক ঐক্যের বার্তা স্পষ্টভাবে উঠে আসে। উপস্থিত এলাকাবাসী ও যুবকদের মধ্যে এই উদ্যোগ ব্যাপক সাড়া ফেলেছে বলে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *