আওয়ামি লিগ নিষিদ্ধ চেয়ে হাসনাত-সারজিসের হাইকোর্টে রিট
রাজীব দে, ঢাকা।
২৮ অক্টোবর : বাংলাদেশ আওয়ামি লিগ এর রাজনৈতিক দল হিসেবে সকল ধরনের কার্যক্রম নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম।
সোমবার সকালে এ রিটটি দায়ের করেন তারা। জানা যায়, হাইকোর্টে একটি দ্বৈত বেঞ্চে এর শুনানি অনুষ্ঠিত হবে। রিটে আওয়ামি লিগ যাতে কোনও পলিটিক্যাল অ্যাক্টিভিটি চালাতে না পারে তার জন্য নির্দেশনা চাওয়া হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি ছাত্রলীগকে নিষিদ্ধ করার দাবি জানিয়ে বৃহস্পতিবার পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছিল। তার আগেই তাদের দাবি পূরণ করে অন্তর্বর্তী সরকার।
এর আগে আওয়ামি লিগের ভ্রাতৃপ্রতিম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন ঘোষণা দিয়ে গত বুধবার (২৩ অক্টোবর) প্রজ্ঞাপন জারি করে অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

