গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মোমবাতির ফ্যাক্টরি, বিও অফিস সহ পুড়ে ছাই তিনটি বসত বাড়ি

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মোমবাতির ফ্যাক্টরি, বিও অফিস সহ পুড়ে ছাই তিনটি বসত বাড়ি

বরাক তরঙ্গ, ২৮ অক্টোবর : এক ভয়াবহ অ‌গ্নিকা‌ণ্ডে উত্তর ত্রিপুরার দশদা ব্ল‌কের কাঞ্চনপুর শহ‌রে এক‌টি ম‌োমবা‌তি ফ‌্যাক্ট‌রি সহ বিও অ‌ফিস ও তিন‌টে বসত বা‌ড়ি পু‌ড়ে ছাই হয়ে যায়। গ‌্যাস সি‌লিন্ডার বি‌স্ফোর‌ণে এ ভয়াবহ অগ্নিকাণ্ডটি সংঘটিত হয় বলে জানা যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকার মত হ‌বে।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার রাত প্রায় এগা‌রোটা নাগাদ কাঞ্চনপুর শহরের অটোস্ট্যান্ড সংলগ্ন এলাকার একটি বাড়িতে থাকা একটি এলপিজি সিলিন্ডার ব্লাস্ট হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুনের তীব্রতা এমন ছিল যে মুহূর্তের মধ্যেই পাশে থাকা একটি মোমবাতির ফ্যাক্টরির মধ্যে আগুন ছ‌ড়ি‌য়ে প‌ড়ে। পরবর্তীতে আরেকটি গ্যাস সিলিন্ডার ব্লাস্ট হলে পাশে থাকা আরও তিনটি বিল্ডিংয়ে লেগে পড়ে আগুন।

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মোমবাতির ফ্যাক্টরি, বিও অফিস সহ পুড়ে ছাই তিনটি বসত বাড়ি

এদিকে, অগ্নিকাণ্ডের খবর পেয়েই ২টি ফায়ার সার্ভিসের ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কাঞ্চনপুর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী সহ কাঞ্চনপুর মহকুমার পুলিশ আধিকারিক, কাঞ্চনপুর থানার ওসি উদ্যম দেববর্মা সহ বিশাল সংখ্যক পুলিশ ও টিএসআর বাহিনী। তবুও কাজ হ‌চ্ছে না দে‌খে প‌রে খবর দেওয়া পানিসাগর অগ্নি নির্বাপক দপ্তরেও। এ‌তে পানিসাগর অগ্নিনির্বাপক দপ্তরের ফায়ার সার্ভিসের ইঞ্জিন আসার আগেই কাঞ্চনপুর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এলাকার যুবকদের সাহায্যে রাত প্রায় সা‌ড়ে বা‌রোটা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। ফ‌লে রক্ষা পায় আশেপাশে থাকা আরও বেশ কয়েকটি বাড়িঘর সহ ব‌্যবসা প্রতিষ্ঠান।

Author

Spread the News