জল বাড়ায় হারাং সাবওয়ে সাময়িকভাবে বন্ধ, যান ও পথচারীর চলাচলে নিষেধাজ্ঞা
বরাক তরঙ্গ, ১৪ মে : জলস্ফীত হারাং নদীর হুঁশিয়ারি সংকেতে জনসুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ পাবলিক ওয়ার্কস (রোডস) ডিপার্টমেন্ট, বড়খলা টেরিটোরিয়াল রোড সাব-ডিভিশন।
শিলচরের তথ্য ও জনসংযোগ বিভাগের আঞ্চলিক কার্যালয়ে প্রাপ্ত এক সরকারি বিজ্ঞপ্তিতে, পাবলিক ওয়ার্কস রোডস বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে যে, হারাং নদীর উপর নির্মিত ১৭/১ নম্বর ব্রিজ সংলগ্ন সাবওয়েতে সমস্ত যানবাহন এবং পথচারীর চলাচল অবিলম্বে স্থগিত করা হয়েছে।

নদীর জলস্তর বিপজ্জনকভাবে বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতিকে ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে কোনও অপ্রীতিকর ঘটনার সম্ভাবনা এড়াতেই এই সাবওয়ে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে বলে দপ্তর সূত্রে জানানো হয়েছে।

এই নিষেধাজ্ঞা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে এবং নদীর পরিস্থিতির উন্নতি ও পর্যালোচনার উপর নির্ভর করেই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হবে। জনসাধারণকে এই সময়ে বিকল্প পথ ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে।

পাবলিক ওয়ার্কস দপ্তরের সহকারী কার্যবাহী অভিযন্তা এক বিবৃতিতে বলেন, “নাগরিকদের নিরাপত্তা আমাদের প্রথম অগ্রাধিকার। আমরা সকলের সহযোগিতা কামনা করছি এবং অনুরোধ জানাচ্ছি যে সরকারি বিজ্ঞপ্তি ও নির্দেশিকা মেনে চলুন।”