এপিসিসি-তে সেরা ইন্ডিয়া ক্লাব, হারল টাউন ক্লাব

বরাক তরঙ্গ, ২২ জানুয়ারি : শিলচর জেলা ক্রীড়া সংস্থা-র আসাম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়নশিপ ক্রিকেটে (এপিসিসি) চ্যাম্পিয়ন হয়ে জোনাল রাউন্ডে খেলার ছাড়পত্র আদায় করে নিল ইন্ডিয়া ক্লাব। রবিবার ফাইনালে তারা ৩৪ রানে হারিয়ে দিল চিরপ্রতিদ্বন্দ্বী টাউন ক্লাবকে। সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামে ইন্ডিয়া ক্লাবের মানসজ্যোতি গগৈ আজ দুর্দান্ত সেঞ্চুরি করে দলের জয়ের ভিত তৈরি করে দেন। ১২৬ বলে ১৩০ রানের ইনিংস খেলেন।  সেঞ্চুরির সুবাদে এক জোড়া গ্লাভস উপহার পেয়েছেন মানস। এছাড়া ফাইনালের সেরা খেলোয়াড় হয়েছেন তিনি। ২৩৮ রান করে টুর্নামেন্টের সেরা ব্যাটারের পুরস্কারও পান।

এদিন টসে হারলেও ব্যাটিংয়ে আমন্ত্রণ পায় ইন্ডিয়া ক্লাব। তারা নির্ধারিত ৪০ ওভারে ৪ উইকেটে ২২২ রান করে।  ইন্ডিয়া ক্লাবের অন্য ব্যাটারদের মধ্যে রাজু দাস ৪২ এবং অমিত যাদব ১১ রান করেন। উইকেট চারটি ভাগ করে নিয়েছেন অমন ছেত্রী, হর্ষ কুমার, সাগর ছেত্রী ও জ্যাকি আলি।

রান তাড়া করতে নেমে ১৬ রানের মধ্যে বিকি রায় ও অমন ছেত্রীকে হারায় টাউন ক্লাব। উভয়েই একটি করেছেন ৪ রান করে। দলের হয়ে সর্বাধিক ৪৮ রান করেন শুভম দেব। এছাড়া অনুভব দাস ৩১, অভিষেক কুমার ২৩, সাগর ছেত্রী ২১, আকাশ ছেত্রী ১৪, হর্ষ কুমার ১২ এবং অনিকেত বাসফর ১১ রান করেন। ৩৭.১ ওভারে টাউন ক্লাবের ইনিংস শেষ হয়ে যায় ১৮৮ রানে। রোহিত ধোবি তিনটি এবং অভিষেক দেব ও শেখরজ্যোতি বর্মন দুটি করে উইকেট পান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডিএসএ-র প্রাক্তন সভাপতি বাবুল হোড়। এছাড়াও ছিলেন ইন্ডিয়া ক্লাবের সভাপতি নীহার পুরকায়স্থ, টাউন ক্লাবের সচিব নন্দদুলাল রায় , ডিএসএ-র বর্তমান সভাপতি শিবব্রত দত্ত, সচিব অতনু ভট্টাচার্য, অরিজিৎ গুপ্ত, সুজন দত্ত, বিভাস রায়, দীপঙ্কর দেব প্রমুখ।  অনুষ্ঠান পরিচালনা করেন ক্রিকেট সচিব নিরঞ্জন দাস।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।

Author

Spread the News