যন্তরমন্তরে দুই সম্প্রদায়ের মুখোমুখি, ওয়াকফ বিক্ষোভের উল্টো দিকে হনুমান চালিশা

১৭ মার্চ : ভারতবর্ষের মতো ধর্মনিরপেক্ষ রাষ্ট্রে যে দৃশ্য ভয়াবহ সেই দৃশ্যই সোমবার দেখা গেলো দিল্লিতে। দীর্ঘদিন ধরেই ওয়াকফ বিল নিয়ে আপত্তি মুসলিমদের কিছু সম্প্রদায়ের। সেই প্রতিবাদের সোমবার তারা জড়ো হয়েছিল দিল্লির যন্তরমন্তরে। আর সেখানেই উপস্থিত হয় কিছু হিন্দুত্ববাদী সংগঠন। ওয়াকফ (সংশোধনী) বিলের প্রতিবাদে যন্তর মন্তরে বিক্ষোভ দেখাচ্ছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড (এআইএমপিএলবি)।

এতে বিভিন্ন মুসলিম সংগঠন ও সামাজিক সংগঠনের প্রতিনিধিদের পাশাপাশি অনেক বিরোধী সংসদ সদস্যও রয়েছেন। এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এআইএমএম সভাপতি আসাদউদ্দিন ওয়াইসিও।

আর সেই বিক্ষোভ অবস্থানের বিরোধিতায় সেখানেই পালটা অবস্থান শুরু করল হিন্দু সংগঠনের লোকজন। রিপোর্ট অনুযায়ী, হিন্দু বিক্ষোভকারীরা মুসলিম সংগঠনগুলোর সামনে বসে পড়ে হনুমান চালিশা পাঠ করে। রাস্তায় বসেই তারা জয় শ্রীরাম স্লোগানও তোলেন। এদিকে মুসলিম পার্সোনা ল বোর্ডের বিক্ষোভ নিয়ে বিজেপি নেতা প্রদীপ ভাণ্ডারী বলেন, ‘অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড প্রমাণ করেছে যে তারা কংগ্রেসের বি টিম এবং এটিও স্পষ্ট করে দিয়েছে যে এটি ভারতের ঐক্য ও অখণ্ডতার পক্ষে বিপজ্জনক।’ ওয়াকফ বিলের বিরুদ্ধে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের এই প্রতিবাদ কর্মসূচির সমালোচনা করেছেন বিজেপি সাংসদ এবং ওয়াকফ (সংশোধনী) বিল, ২০২৪-এর যৌথ সংসদীয় কমিটির (জেপিসি) চেয়ারম্যান জগদম্বিকা পাল। তিনি দাবি করেন যে এই ধরনের বিক্ষোভ কর্মসূচি সমাজে বিভাজন তৈরি করতে পারে এবং সংসদের আইন প্রণয়নের অধিকারকে চ্যালেঞ্জ করতে পারে।
খবর : প্রতিদিন 24X7

যন্তরমন্তরে দুই সম্প্রদায়ের মুখোমুখি, ওয়াকফ বিক্ষোভের উল্টো দিকে হনুমান চালিশা
Spread the News
error: Content is protected !!