নির্বিঘ্নে সম্পন্ন হাইলাকান্দি ওয়ার্ডের উপনির্বাচন

বরাক তরঙ্গ, ১৯ ডিসেম্বর : শান্তিপূর্ণ পরিবেশে ও নির্বিঘ্নে ভোটদান সম্পন্ন হয়েছে  হাইলাকান্দি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের উপ-নির্বাচন। মঙ্গলবার শহরের ইন্দ্রকুমারী বালিকা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের দু’টি কক্ষে সকাল আটটা থেকে শুরু হয় ভোট গ্রহণ। যদিও কনকনে শীতে সকালের দিকে কুয়াশা থাকায় শুরুতে ভোট গ্রহণ কেন্দ্রে তেমন ভিড় ছিল না। তবে সময় যত গড়িয়েছে ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেছেন।

এদিন নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে ব্যাপক উৎসাহ দেখা গিয়েছে ভোটারদের মধ্যে। রাত প্রায় সাতটা পর্যন্ত ভোটদান চলেছে বলে জানা যায়। ১২ নম্বর ওয়ার্ডে মোট ভোটার ১৫৩৪। এদিন ভোট পড়েছে প্রায় ৯২৯। ভোটের হার ৬০.৫৬ শতাংশ।

এ দিন তিন প্রমিলার ভাগ্য বন্দি হল ব্যালটবাক্সে। তবে নিজেদের জয় নিয়ে দৃড়তার সঙ্গে আশাবাদী তিনজনই। তিন প্রার্থী হলেন বিজেপির সুদীপ্তা সেনগুপ্ত, কংগ্রেস মৌসুমী শর্মা এবং নির্দল হয়ে আসরে রয়েছেন পিংকী দেব।

উল্লেখ্য, ১২ নম্বর ওয়ার্ডের বিজেপি পুর সদস্য শম্পা সেনগুপ্তের প্রয়াণে এই ওয়ার্ডে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

Author

Spread the News