ধলছড়া ও বিলাইপুরে ভোটার সচেতনতায় হাইলাকান্দি এসভিইইপি সেল
বরাক তরঙ্গ, ২৪ মার্চ : হাইলাকান্দি জেলার ১২১ নং হাইলাকান্দি এবং ১২২ নং আলগাপুর-কাটলিছড়া বিধানসভায় ভোটের হার বাড়াতে দক্ষিণ হাইলাকান্দির পাহাড়ি এলাকাতেও লোকসভা নির্বাচনের আগাম বার্তা পৌঁছে দিতে তৎপরতা শুরু করেছে নির্বাচনী প্রচার বিভাগ। হাইলাকান্দি জেলায় এবছর ভোটদানের হার বৃদ্ধি করতে ব্যাপক কার্যসূচী গ্রহণ করেছে হাইলাকান্দি জেলা প্রশাসন। তাই জেলায় বিগত নির্বাচনে ভোটের হার কম হওয়া এলাকা গুলোতে প্রাথমিকভাবে হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে ভোটার সচেতনতা অব্যাহত রয়েছে জেলা প্রশাসনের। মূলত ভোটের তারিখ ঘোষণা হওয়ার পর এবার জনগনের মধ্যে ভোটদানের আগ্রহ বৃদ্ধি করতে হাইলাকান্দি জেলা নির্বাচনী প্রচার বিভাগ তৎপরতা শুরু করেছে। আগামী ২৬ এপ্রিলে করিমগঞ্জ লোকসভা কেন্দ্রে অন্তর্গত হাইলাকান্দি জেলাতে ও দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচন পর্বকে দেশের গর্ব হিসেবে আখ্যায়িত করেছে ভারতীয় নির্বাচন কমিশন। আর এনিয়ে জন সচেতনতা বৃদ্ধি করতে হাইলাকান্দি জেলায় তৎপরতা চালিয়ে যাচ্ছে সরকারি প্রচার বিভাগ।
শনিবার হাইলাকান্দি জেলার দক্ষিণ হাইলাকান্দির বিলাইপুর এবং মিজোরাম সীমান্তবর্তী ধলছড়া এলাকায় জনগণের সঙ্গে সরাসরি কথা বলতে প্রচার বিভাগ মাঠে নামে।এদিন এসভিইইপি সেলের পক্ষ থেকে অতিরিক্ত আয়ুক্ত পূজা দাওলাগপুর নেতৃত্বে এক প্রতিনিধি দল ওই এলাকা সহ পার্শবর্তী এলাকায় উপস্থিত হয়ে ভোটারদের সঙ্গে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং আগামী ২৬ এপ্রিল সবাইকে নিজেদের গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে সবার প্রতি অনুরোধ জানান।
বিভিন্ন বাড়িতে গিয়ে ও জনগণকে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার জন্য অনুরোধ জানান। এলাকাবাসী ও ২৬ এপ্রিল ভোট দান করবেন বলে অঙ্গীকার করেন।
বিশেষ করে নতুন ভোটার,মহিলা ভোটার ও প্রবীণ ভোটারদের ভোটদানের আহ্বান জানান বিজয়িনী ভট্টাচার্য, শংকর চৌধুরী, কয়েস আহমেদ বড়ভূইয়া, রাজদীপ গোয়ালা, বিপ্লব দাস, সুজিত দাস প্রমুখ। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান সহকারী আয়ুক্ত পূজা দাওলাগপু।